শেষ আপডেট: 4th December 2021 07:46
মা উড়ালপুলের দু'ধারে তারের বেড়া! কলকাতা পুলিশের প্রস্তাবে কী বলছে পুরসভা
দ্য ওয়াল ব্যুরো: বাড়ছে চিনা মাঞ্জার দৌরাত্ম্য, যার জেরে কলকাতার অন্যতম উড়ালপুল 'মা' বিপদজনক হয়ে উঠছে বাইক আরোহীদের ক্ষেত্রে। গত সপ্তাহেই চিনা মাঞ্জার কবলে তিনটি দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। তার জেরেই পুরো উড়ালপুলের দুই ধারে উঁচু তারের বেড়া দেওয়ার প্রস্তাব দেয় কলকাতা পুলিশ। কিন্তু সেই প্রস্তাবে সায় দেয় না কলকাতা মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট অর্থারিটি (কেএমডিএ)। এই প্রস্তাব বাতিল করার পেছনে কেএমডি-এ যুক্তি দিয়েছে যে, সারা উড়ালপুল বরাবর তারের বেড়া দিলে ব্রিজের ওপর অতিরিক্ত ৪,৫০০ কেজি ভার যুক্ত হবে যা ব্রিজের জন্য ক্ষতিকর। এমনিতেই পার্কসার্কস থেকে বাইপাস পর্যন্ত দীর্ঘ ৩.৭৫ কিমি ব্রিজের দুই প্রান্তে তারের বেড়া দেওয়া হয়েছে। তাতে অতিরিক্ত ১২ কেজি ভার বেড়েছে ব্রিজের ওপর। তারপর পুরো ব্রিজ যদি এই একইভাবে বেড়া দেওয়া হয় তাহলে আরও ওজন বাড়বে, জানাচ্ছেন কেএমডিএ-র ইঞ্জিনিয়ার। তিনি আরও বলেন, এই অতিরিক্ত ওজন ব্রিজের ওপর চাপলে ব্রিজের কাঠামোর ওপর প্রভাব ফেলবে। যার ফলে মা ব্রিজের ওপর চিনা মাঞ্জার দৌরাত্ম্য রোধের দায়িত্ব ফের পড়ল কলকাতা পুলিশের কাঁধে। গত বছরই কলকাতা হাইকোর্ট পুলিশকে এই চিনা মাঞ্জার ওপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছিল। লালবাজার সূত্রে খবর, এই ধরণের দুর্ঘটনা আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ৭০টির মত ঘুড়ি, ১৭ টি মাঞ্জার রোল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও ২৫ জনকে গ্রেফতারও করা হয়েছে।