শেষ আপডেট: 24th October 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এদিন সকালে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে।
দানা ঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা রেখেছে কলকাতা পুরসভা। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনও রাস্তায় গাছ পড়ে থাকে বা জল জমে থাকে তাহলে তা দ্রুত সমাধান করতেও তৎপর প্রশাসন। পুরসভার কর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে।
দ্য ওয়াল আগেই জানিয়েছিল, প্রতিটি বোরো অফিসে একটি বিশেষ প্রতিনিধি দল তৈরি রাখা হয়েছে। কোনও প্রয়োজনে তারাই যাতে পরিস্থিতির মোকাবিলা করতে পারে সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে যাতে শহরের নানা প্রান্তে জল জমতে না পারে সেই কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শহরের বুস্টার পাম্পিং স্টেশনগুলিতেও সব রকম প্রস্তুতি রাখা হয়েছে।
রাস্তায় গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরানোর জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা রাখা হয়েছে। গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে।