শেষ আপডেট: 7th March 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: বস্তি, কলোনি এবং ঠিকা জমিতে অবৈধ নির্মাণ বৈধকরণের জন্য নেওয়া জরিমানার (Fine) টাকা ৩ লক্ষ ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ৪২ হাজার করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার (Kolkata Corporation)। এর ফলে ইতিমধ্যেই যে বাড়িগুলি অবৈধ (Illegal Building), সেগুলি সহজেই রেগুলারাইজেশন করে ফেলা যাবে।
শুক্রবার ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, তিন কাঠা পর্যন্ত ছোট জমির ক্ষেত্রে বাড়ির চারপাশে যে জায়গা ছাড়তে হয়, তা কমিয়ে দেওয়া হল। কতটুকু ছাড় দিতে হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে পুরসভা। বলা হয়েছে, তিন কাঠা পর্যন্ত জমিতে তিন তলার বেশি বাড়ি তোলা যাবে না।
এদিন সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, এবার থেকে শহরের সমস্ত নির্মীয়মাণ ভবনের ওপরে বোর্ড লাগানো বাধ্যতামূলক। যেখানে বোর্ড থাকবে না সেই বাড়ি বেআইনি বলে ধরে নেওয়া হবে।
শুধু তাই নয়, জানানো হয়েছে, সংশ্লিষ্ট অস্থায়ী ব্যানারের মাপ হতে হবে ছ'ফুট বাই তিন ফুট। সেখানে বাড়ির মালিকের নাম বা যে সংস্থা প্রোমোটিং করছে তার নাম, বাড়ির নম্বর অর্থাৎ ঠিকানা, কত তলা বাড়ি হবে, কত স্কোয়ারফুট এলাকা, এবং বিল্ডিং নকশার অনুমোদন পাওয়ার নম্বর লিখতে হবে। পরে বাড়ি তৈরি হয়ে গেলে সেটা খুলে ফেলতে হবে।
এদিন মেয়র বলেন, "বাড়ি করের ছাড় দেওয়া মানে মানুষ আইন মেনে চলবে। আমি কোনও কড়া আইন আনলাম আর মানুষ সেটা মানতে পারবে না, এমন হলেই চুরির প্রবণতা বাড়বে। ফলে আইন প্রণয়ন করার উদ্দেশ্যও যেমন সরল, তেমনই সহজ আইন করতে হবে। সিটিজেন ফ্রেন্ডলি আইন করতে হবে।"