Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চোকার্স বদনাম এবার কি ঘুচবে? গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টে কিন্তু দাপট দেখিয়েছে প্রোটিয়ারামেয়ের আকাশ ছোঁয়ার স্বপ্ন অধরাই, বিমান দুর্ঘটনায় অথৈ জলে গুজরাতের শ্রমজীবী পরিবারবিবাহিত মানেই বঞ্চিত? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, কোন মামলাSeat 11A: দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই বেঁচে ফেরায় অদ্ভুত মিল! নেপথ্যে সেই ‘মিরাকল সিট’বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া
Rooftop Restaurants

রুফটপ রেস্তরাঁগুলির সুরক্ষা খতিয়ে দেখতে কমিটি গঠন করল পুরসভা, শুরুতেই তলব তিনটি সংস্থাকে

বড়বাজারে অগ্নিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, শহরের যাবতীয় 'রুফটপ' ক্যাফে (Rooftop Restaurants) বন্ধ করতে হবে। এ নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরও হয়। 

 রুফটপ রেস্তরাঁগুলির সুরক্ষা খতিয়ে দেখতে কমিটি গঠন করল পুরসভা, শুরুতেই তলব তিনটি সংস্থাকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 May 2025 20:40

দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে অগ্নিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, শহরের যাবতীয় 'রুফটপ' ক্যাফে (Rooftop Restaurants) বন্ধ করতে হবে। এ নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরও হয়। আদালত, আপাতত ওই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। 

এরপরই অগ্নি সুরক্ষা-সহ সব বিধি মানার জন্য শহরের ৮৩টি রুফটপ রেস্তরাঁকে নোটিস ধরিয়েছিল পুরসভা (Kolkata Corporation)। এবার সুরক্ষা সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখতে চলতি সপ্তাহের শেষে তিনটি রেস্তোরাঁকে তলব করল পুরসভা। একইভাবে আগামী দিনে বাকি ৮০টি রেস্তরাঁকেও তলব করা হবে। খতিয়ে দেখা হবে অগ্নি নিবাপর্ণ-সহ সব ধরণের সুরক্ষা। এজন্য পুরসভার তরফে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

কারা রয়েছেন কমিটিতে? কলকাতা পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত পুর কমিশনার পদের এক শীর্ষ কর্তাকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধে রয়েছেন পুরসভার বিল্ডিং বিভাগের চার জন  ইঞ্জিনিয়র, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারস্তরের এক কর্তা, আবাগরি দফতরের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক এবং দমকল ও লাইসেন্স বিভাগের একজন করে শীর্ষ আধিকারিক।

সূত্রের খবর, বড়বাজারের অগ্নি কাণ্ডে ১৪ জন মানুষের মৃত্যুর পর শহরের হোটেলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে ইন্সপেকশন করেছিল কলকাতা পুলিশ। সেখানে ৮৩টি রেস্তরাঁ চিহ্নিত করা হয়। অভিযোগ, এগুলি ছাদ আটকে, সিঁড়ি আটকে চলছিল। পুরসভার তরফে অবিলম্বে ছাদ খালির নির্দেশ দিয়েছিল। হাইকোর্টে মামলা দায়ের এবং স্থগিতাদেশের পর পুরসভা এবার রুফটপ রেস্তরাঁগুলির স্ট্রাকচারাল স্টেবিলিটি খতিয়ে দেখবে।

শুনানিতে কী কী বিষয় খতিয়ে দেখা হবে? পুরসভা  সূত্রের খবর, লাইসেন্স বিভাগের থেকে কী কারন দেখিয়ে অনুমোদন নেওয়া হয়েছিল। এক্ষেত্রে আবগারি দফতরের নিয়মগুলি মানা হয়েছে কিনা এবং আবেদনের ভিত্তিতে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল কী না- তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রুফটপ রেস্তরাঁর আশেপাশে স্কুল, কলেজ অথবা হাসপাতাল আছে কিনা, সেটি খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। সেজন্যই এই নয়া কমিটি।


ভিডিও স্টোরি