শেষ আপডেট: 28th November 2023 17:43
দ্য ওয়াল ব্যুরো: বইপ্রেমী বাঙালির হাতে দু'মাসও নেই। শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তবে চেনা দিনটিতে নয়, ২০২৪-এর কলকাতা বইমেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের কিছু দিন আগেই। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, ২০২৪-এর কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই শুরু হয় কলকাতা বইমেলা। কিন্তু এবার সময় এগিয়ে আনা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর থিম কান্ট্রি হচ্ছে গ্রেট ব্রিটেন। থাকছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশও। প্রায় ১২ বছর পর এবার আসছে জার্মানি।
মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। এদিনের অনুষ্ঠানে গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে-র উপস্থিতিতে দিনক্ষণ সহ বইমেলার খুঁটিনাটি প্রকাশ করা হয়।
আগামী বছর জানুয়ারি মাসের শেষ থেকে শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা। ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। তাই নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে বইমেলা। ২০২৩ থেকেই ১২ দিনের বইমেলা বেড়ে গিয়ে ১৪ দিন হয়েছিল। ২০২৪-এও মেলা চলবে ১৪ দিন। পাশাপাশি মিলবে দুদিন বাড়তি ছুটির দিনও।
সাম্প্রতিক সময় কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল এই আন্তর্জাতিক বইমেলার আয়োজন যা শহরের ঐতিহ্যের চিহ্ন হয়ে উঠেছে। দেশ দেশান্তর থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়। আড্ডা, তর্ক, সেমিনার, বই প্রকাশ এবং বইকে ঘিরে, বই নিয়ে উৎসব এক ভিন্ন চরিত্র দিয়েছে এই মেলাকে। কলকাতা ময়দান থেকে বাইপাসের মিলন মেলা হয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্ক-- বইমেলার স্থান পরিবর্তন হলেও বই প্রেমীদের কাছে মেলার আকর্ষণ একটুও কমেনি। আগামী বছরেও সেই একই উন্মাদনা লক্ষ্য করা যাবে বলে আশায় কর্তৃপক্ষ।