Folk Festival
শেষ আপডেট: 14th January 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাইপাস-সংলগ্ন উতালিকা আবাসন আয়োজন করল এক অভিনব অনুষ্ঠানের। একই মঞ্চে পালিত হল মকর সংক্রান্তি, বিহু, লোহরি, এবং পোঙ্গল।
বাংলার লোক উৎসব মকরের পাশাপাশি মিশে গেল অসমের বিহু, পাঞ্জাবের লোহরি এবং তামিলনাড়ু পোঙ্গল। রঙে, নাচে, গানে, স্বাদে—সে এক অভিনব সর্বজাতিসমন্বয়ের ছবি দেখলেন সকলে।