শেষ আপডেট: 26th April 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ভুয়ো কলে বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। এবার হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল। শুক্রবার দুপুর আচমকাই এই মর্মে মেল পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পরই বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে।
দুপুরে হুমকি মেল আসতেই হুড়োহুড়ি পড়ে যায়। তোলপাড় করে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ গোটা বিষয়টা খতিয়ে দেখছে বলে জানা গেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তেমন কিছু পাওয়া যায়নি বলে খবর।
কিছুদিন আগেও কলকাতা বিমানবন্দরে হুমকি ফোন ঘিরে ব্যতিব্যস্ত হতে হয় সকলকে। ওপারে থাকা পুরুষ কণ্ঠ বলে, “বিপদ আসছে। যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে।” এরপরেই শোরগোল পড়ে যায় বিমানবন্দরের কর্মী, আধিকারিকদের মধ্যে। খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে।
কলকাতা বিমানবন্দরে একই ঘটনা বারে বারে ঘটছে। বিমান হাইজ্যাক করার হুমকিও দেওয়া হয়েছে। একবার তো আরও বিপত্তি হয়। । বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। মাঝরাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের এই বিমানের। কিন্তু যাত্রীর চিৎকারে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। তড়িঘড়ি এয়ারপোর্টে চলে আসে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর। যিনি চিৎকার করছিলেন তিনি ব্রিটিশ নাগরিক। জেরায় তিনি বলেছিলেন, তাঁকে নাকি একজন খবর দিয়েছিল যে এয়ারপোর্টে বোমা রাখা আছে। পরে সেই ব্যক্তির বাবা জানান, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। এমন ঘটনা লাগাতার ঘটতে থাকায় বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে সিআইএসএফ।