শেষ আপডেট: 23rd October 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। এবার কলকাতা থেকে বিমান চলাচল বন্ধ রাখল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধে ৬ টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনওরকম বিমান চলাচল করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
বুধবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ব্যস্ততম বিমানবন্দর গুলির মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর।
প্রতিদিনই হাজার হাজার মানুষ এই বিমানবন্দর দিয়ে নানা গন্তব্যে উড়ে যান। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ১৫ ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
অতীতে আমফান, ইয়াস, ফনি বা আয়লার মতো ঘূর্ণিঝড়ের সময় দেখা গিয়েছে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার বিমানগুলিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে সেগুলিকে বেঁধে রাখারও চিন্তাভাবনা সেরে ফেলা হয়েছে।
দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে দুরপাল্লার একাধিক ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে উত্তর ওড়িশা ও সাগরদ্বীপের মাঝামাঝি জায়গা ওড়িশার ভিতর-কণিকা ও ধামরার মধ্যে ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় দানার।