শেষ আপডেট: 28th January 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: ফের খাস কলকাতায় ডিজিটাল প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ দম্পতি। গোলপার্কের ঘটনা। নিজেদের ইডির আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে আড়াই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে দম্পতির কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
জানা গেছে, তদন্তে নেমে পুলিশ দম্পতির খোওয়া যাওয়া টাকার মধ্যে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি টাকা আদো উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে পুলিশও। ফলে জীবনের সঞ্চয়ের সিংহভাগ খুইয়ে দম্পতি এখন আতান্তরে।
প্রতারণার শিকার হয়েছেন একটি বেসরকারি সংস্থায় প্রাক্তন কর্মী শুভাশিস রায়। তিনি জানান, ২০২১ সালে কোভিডে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাধ্য হয়ে কাজ ছাড়তে বাধ্য হন। সেই থেকে জমানো সঞ্চয়ই তাঁর একমাত্র পুঁজি।
পুলিশকে লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে ফোনের অপরপ্রান্তের ব্যক্তি নিজেকে দিল্লির এসবিআই প্রধান শাখার অফিসার পরিচয় দিয়ে দাবি করেন, তাঁর নামে ইস্যু হওয়া ক্রেডিট কার্ড থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করা হয়েছে। যা শুনে চমকে ওঠেন শুভাশিস। তিনি এই ধরনের কোনও ক্রেডিট কার্ড ব্যবহার করেন না বলে জানান।
এরপরই দিল্লি পুলিশের পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে কয়েকজন পুলিশ পোশাকের ব্যক্তি তাঁকে বলেন, 'আপনার বিরুদ্ধে ইডির অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে'। আড়াই কোটির প্রতারণার গল্প দিয়ে একে একে শুভাশিসবাবুর আধার, পাসবইয়ের ডিটেলস হাতিয়ে নেওয়া হয়। এমনকী আরটিজিএসের মাধ্যমে প্রায় ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি।
প্রতারকরা যেভাবে বয়স্ক মানুষজনকে টার্গেট হিসেবে বেছে নিচ্ছে তাতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, বিদেশের মাটি থেকেই এই প্রতারণা করা হয়েছে। প্রতারকের খোঁজে তদন্তে নেমেছে সাইবার টিম।