শেষ আপডেট: 6th January 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও একাধিক জায়গায় মানা হচ্ছে না নিয়ম। কলকাতার রবীন্দ্র সরোবরে এবার পশুদের যেখানে সেখানে না খাওয়ানোর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।
অভিযোগ, পোষ্যদের মলমূত্র ত্যাগ করানো থেকে শুরু করে, লেকের জলে ম্যলা ফেলা, যেখানে সেখানে পশুপাখিদের খেতে দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে দূষণ থেকে শুরু করে নানা সমস্যার মুখে পড়তে হয় শহরবাসীকে।
তবে নিষেধাজ্ঞা জারি হতেই শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরোবরে আসা অনেক পথচারী জানিয়েছেন, এই সিদ্ধান্ত একেবারেই যুক্তিযুক্ত। এতে পরিবেশ আরও ভাল থাকবে। মানুষ সঠিক জায়গায় পশুদের খাবার দিলে জায়গা পরিষ্কারও থাকবে।
কিন্তু পশুপ্রেমীরা এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, পশুদের খাবার দেওয়ার কাজে বাধা দেওয়া অন্যায়। কেন চারটি জায়গায় খাওয়াতে পারা যাবে? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা।
পশুপ্রেমীদের দাবি, কোন কোন জায়গায় খাওয়ানো যাবে সেটা বোর্ডে উল্লেখ করে দিয়ে স্থানগুলি জানানো হয়নি। তাই তাঁদের আশঙ্কা, সঠিকভাবে খাবার না পেয়ে কুকুর উত্তেজিত হয়ে পড়তে পারে। কামড়েও দিতে পারে তারা।
যদিও এই বিতর্কের মধ্যেই রবীন্দ্র সরোবরের বাইরের একাধিক গেটে নিষেধাজ্ঞার ব্যানার ঝুলিয়েছে কেএমডিএ কর্তৃপক্ষ। তাদের সাফ দাবি, সরোবর যাতে আর নোংরা না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত নভেম্বর মাসেই পথকুকুরদের কোথায় খাওয়াতে হবে কী কী ব্যবস্থা মেনে চলতে হবে তা নিয়ে রাজ্যকে একাধিক নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো নির্দেশিকা জারি হলেও শহর ও রাজ্যের একাধিক জায়গায় তা ঠিকমতো মানা হচ্ছে না বলে অভিযোগ।