শেষ আপডেট: 5th July 2024 20:42
ঐশী মুখোপাধ্যায়
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন যেতেই খাটাল সমস্যার সমাধানে নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, এবার শহরের খাটালগুলি থেকে গোবর সংগ্রহ করবে পুরসভা। সংগৃহীত গোবর পুর এলাকার নির্দিষ্ট কোনও একটি এলাকায় জমা করা হবে। তবে এই পরিবহণ খরচ দিতে হবে খাটাল মালিকদের।
পুর কর্তৃপক্ষের দাবি, এর ফলে একদিকে যেমন শহরের নিকাশি সমস্যার অনেকখানি সমাধান হবে তেমনই দুর্গন্ধর হাত থেকেও অনেকখানি রেহাই পাবেন খাটাল সংলগ্ন এলাকার বাসিন্দারা। আবার খাটাল থেকে সংগৃহীত গোবর বিভিন্ন নার্সারিতে বিক্রি করে পুরসভার লক্ষ্মীলাভও হবে।
অভিষেকের চাপে খাটাল সমস্যা ঠেকাতে বড় পদক্ষেপ কেএমসির#abhishekbanerjee #KMC #socialissue #bigstep #TheWallBangla pic.twitter.com/OTxlhwModC
— The Wall (@TheWallTweets) July 5, 2024
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, "খাটালের গোবরে নর্দমা বুজে যাচ্ছে। ফলে নিকাশি সমস্যা তৈরি হচ্ছে। তাতে পুরসভার কোটি কোটি টাকা নষ্ঠও হচ্ছে। তাই খাটাল মালিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার থেকে নর্দমায় গোবর ফেলতে পারবেন না তাঁরা।"
তারকবাবু জানিয়েছেন, শীঘ্রই এই কাজ শুরু হবে। সঙ্গে নজরদারিও চালানো হবে। কোনও খাটালমালিক নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানাও করা হবে।
শহরকে খাটালমুক্ত করার জন্য ২০১৫ সালেই নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ আদালতের তরফে জানানো হয়েছিল, অবিলম্বে শহরকে খাটাল মুক্ত করতে হবে। তারপরেও মহেশতলা, গার্ডেনরিচ-সহ একাধিক এলাকায় খাটাল রয়েছে। পুরসভা সূত্রের খবর, এই মুহূর্তে শহরে মোট ৪৪টি খাটাল রয়েছে।
শুক্রবার খাটাল মালিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। সেখানেই খাটাল সমস্যা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মহেশতলা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত। ওই এলাকার সাংসদ অভিষেক। সম্প্রতি অভিষেকের অফিসে খাটাল সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন কিছু বাসিন্দা। খোঁজখবর করে অভিষেকের কর্মীরা দেখেন অভিযোগের সত্যতা রয়েছে। পুরসভা সূত্রের খবর, এ ব্যাপারে সম্প্রতি পুরসভাকে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয় অভিষেকের অফিস থেকে। এরপরই নড়েচড়ে বসল পুরসভা।