শেষ আপডেট: 29th January 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়া থেকে, বাঘাযতীন, ট্যাংরায় আবাসন হেলে যাওয়া... পরপর বাড়ি বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে কলকাতা পুরসভা। তবে ইতিমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি নির্মাণ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুরসভা।
কলোনির জমিতে বাড়ি তৈরি নিয়ে নয়া নিয়ম আনা হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। এবার আধ কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ নিয়েও নতুন নিয়ম আনার কথা ভাবা হয়েছে। নয়া নিয়ম অনুসারে, আধ কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ করতে চাইলে বাড়ির মালিকদের নকশা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ আর্থিক ছাড় দেবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। একইসঙ্গে, নতুন বিল্ডিং নিয়ম চালু হলে কলোনি জমিতেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
আধ কাঠা জমির বিষয় নিয়ে বলা হয়েছে, দু-তলার বেশি উঁচু বাড়ি নির্মাণ করা যাবে না। আর যদি বর্গফুট হিসেবে হয় তাহলে ৩২০ বর্গফুট জমিতে দু-তলা বাড়ি করা যাবে। শুধু তাই নয়, সাধারণ জমির ক্ষেত্রে যে আড়াই ফুট থেকে ৩ ফুট ছাড়তে হয়, সেখানে সেই ছাড় প্রায় অর্ধেক করে দেওয়ার অনুমোদন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এই সুযোগ থাকবে শুধু কলোনির এলাকার ক্ষেত্রে।
কলকাতা পুরসভা মনে করছে, এই নতুন নিয়ম চালু হলে সাধারণ মানুষ আইনি বৈধতা মেনেই বাড়ি তৈরি করতে পারবেন এবং তাতে পরে ভোগান্তি হবে না। বিল্ডিং বিভাগ যে নকশা তৈরি করে দেবে তা অনুমোদনের জন্য প্রথমে মেয়র ফিরহাদ হাকিমের কাছে যাবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে নবান্নে। সেখান থেকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল, অন্তত তিন কাঠার নীচে যে জমি আছে তাতে যাতে ছাড় কমিয়ে দিতে পারা যায় সেই বিষয়ে ইতিমধ্যে নবান্ন থেকে বলা হয়েছে। পরে মন্ত্রিসভার বৈঠক করে এই নতুন নিয়ম আইন হিসেবে বলবৎ করা হবে।