'দানা'র ঝাপটা মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা
শেষ আপডেট: 22nd October 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: কাতারের দেওয়া 'দানা' নাম নিয়ে ইতিমধ্যেই ভয় দেখাতে শুরু করেছে এই ঘুর্ণিঝড়। আয়লা-আম্ফানের স্মৃতি ফিকে হয়নি এখনও। উপকূলের মানুষও তাই আতঙ্কের প্রহর গুনছেন। আবহাওয়া দফতর বলেছে বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টি। যে কারণে আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। আর তাই আগে ভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা। কোনও ঝুঁকি না নিয়ে পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
জানা যাচ্ছে ইতিমধ্যেই শহরের যাবতীয় লাইট পোস্টগুলো খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে। পোস্টগুলিতে আর্থিং আছে কিনা সেগুলোও দেখা হচ্ছে।
হামেশাই বৃষ্টি হলে শহরে তড়িদাহত হয়ে মৃত্যু হয়। এবার যাতে কোনও রকম প্রাণহানির ঘটনা না ঘটে তাই এহেন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে গেলে তা দ্রুত রাস্তা থেকে সরিয়ে ফেলার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
পুরসভার সূত্রে খবর, প্রতিটি বোরো অফিসে একটি বিশেষ প্রতিনিধি দল তৈরি রাখা হয়েছে। কোনও প্রয়োজনে তারাই যাতে পরিস্থিতির মোকাবিলা করতে পারে সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে যাতে শহরের নানা প্রান্তে জল জমতে না পারে সেই কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে পুরসভার কন্ট্রোল রুম। শহরের বুস্টার পাম্পিং স্টেশনগুলিতেও সব রকম প্রস্তুতি রাখা হয়েছে।
রাস্তায় গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরানোর জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা রাখা হয়েছে। গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে।
যেহেতু সামনেই কালীপুজো, ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় প্যান্ডেল, আলোকসজ্জার কাজ তৈরি হয়ে গিয়েছে অথবা হচ্ছে। ঝড়ের দাপটে যদি সে সব লণ্ডভণ্ড হয়ে যায়, তাতে বেশ বেগ পেতে হবে কলকাতা পুরসভাকে। তাই আগেভাগেই একাধিক পদক্ষেপ নিয়ে রাখছে পুরসভা।