শেষ আপডেট: 18th February 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশ থেকে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে নতুন করে। যে সমস্ত রাজ্য অন্ধ্র থেকে ডিম আমদানি করে তারা ইতিমধ্যে তা বন্ধ করেছে। দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে বাংলাতেও বিপুল মুরগি ও ডিম আসে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সেই সব ডিম খাওয়া ঠিক কিনা। এই পরিস্থিতিতে রাজ্যের পশু পালন দফতর থেকে আগামী তিন মাসের জন্য অন্ধ্রপ্রদেশের তিন জেলা থেকে ডিম এবং মুরগি আমদানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও কলকাতায় এমন ঘটনা এখনও পর্যন্ত নেই।
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য দফতর থেকে বার্ড ফ্লু নিয়ে নজরদারি চালানোর কথা বলা হলেও কোনও সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়নি। পাশাপাশি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমন পরিস্থিতিও তৈরি হয়নি। তাই পুরসভার তরফে এখনই কড়া কোনও পদক্ষেপ নেওয়া হবে না স্পষ্ট করা হয়েছে।
কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন, কলকাতা শহরে এখন পর্যন্ত এই ধরনের কোনও ঘটনা প্রকাশ্য আসেনি। তাই যতক্ষণ স্বাস্থ্য ভবন কোনও নির্দেশিকা জারি না করছে, ততক্ষণ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিছু করার নেই বলে স্পষ্ট করেছেন তিনি। তিনি এও জানান, বার্ড ফ্লু আতঙ্ক সৃষ্টি হলেও সাময়িক ভাবে মুরগি আমদানির ক্ষেত্রে সেরকম প্রভাব পড়েনি। তবে মুরগি ব্যবসায়ীরা সতর্কতা অবলম্বন করে অন্ধ্রপ্রদেশে থেকে আমদানি করা মুরগি বা ডিম আপাতত আনছেন না।
বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়িয়ে পড়া একটি ভাইরাস, তবে এটি কখনও কখনও মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। আক্রান্ত মুরগির ডিম থেকে ছড়ানোর সম্ভাবনা থাকে। তবে, সঠিকভাবে রান্না করলে ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে জানিয়েছে, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বার্ড ফ্লু নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। তবে পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।