প্রতীকী ছবি
শেষ আপডেট: 4th February 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: পাওনা টাকা না মেটানোয় ব্যবসায়ীর ছেলেকে অপহরণ। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হতেই দেড় ঘণ্টার মধ্যে ফিল্মি কায়দায় উদ্ধার ব্যবসায়ীর ১৯ বছরের ছেলে। গ্রেফতার ৪ অপহরণকারী।
ঘটনা রোববারের। বেলা ২টো নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা দিলীপ কুমারের বাড়িতে পাওনা টাকা চাইতে চড়াও হন সঞ্জয় রজক, রাজেশ মল্লিক, সোনু মল্লিক এবং বিশাল যাদব নামে চার যুবক। অভিযোগ, তখনই ধমকে-চমকে হুমকি দেন তাঁরা। বচসার পরই দিলীপের ছেলে প্রিন্সকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যান তাঁরা।
এসবের পর বাবার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন দিলীপের পুত্র। জানান, সঞ্জয় তাঁকে কোথাও একটা নিয়ে যাচ্ছেন। এরপরই ফোন কেটে যায়। পরে আবার ফোন আসে দিলীপের কাছে। প্রিন্সের ফোন থেকে অপহরণকারীরা জানান, দিলীপ যদি ছেলেকে সশরীরে ফিরে পেতে চান তাহলে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। কোথায় টাকা নিয়ে আসতে হবে, তাও জানিয়ে দেন তাঁরা।
এরপরই দিলীপ প্রগতি ময়দান থানায় গিয়ে গোটা ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন। দিলীপ জানান, অভিযুক্ত সঞ্জয় তাঁকে হাওড়ায় টাকা নিয়ে আসতে বলেছে। সেই মতোই দিলীপকে টাকা নিয়ে যেতে বলে পুলিশ। তাঁর গতিবিধির উপর নজর রেখে পুলিশও হাওড়ায় পৌঁছয়।
অপহরণকারীদের ধরার জন্য ওসির নেতৃত্বে পুলিশের দল খানিকটা দূর থেকেই সবটা নজরে রেখেছিল। ফোনের ওপার থেকে সঞ্জয়ের নির্দেশ মতো দিলীপ যেই ঘটনাস্থলে পৌঁছন, তখনই টাকা নেওয়ার সময় অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করেন অফিসাররা।