খাদিমকর্তা পার্থ রায় বর্মন
শেষ আপডেট: 27th March 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: খাদিমকর্তা পার্থ রায় বর্মন অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত জনের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট (High Court)। তথ্যপ্রমাণের অভাবে বিচারপতি দেবাংশু বসাকের (Justice Debangshu Basak) ডিভিশন বেঞ্চে একজনের জামিন মঞ্জুর (Bail) হয়েছে।
ঘটনা হল, ২০০১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে এগারোটা নাগাদ তপসিয়ার সিএনরায় রোড থেকে অপহরণ করা হয় খাদিমকর্তাকে (Khadim Owner)। প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে ২ অগাস্ট তিনি ছাড়া পান।
এই মামলার তদন্ত সূত্রে কলকাতার মার্কিন দূতাবাসে হামলার ঘটনাতেও অভিযুক্ত আফতাব আনসারীর নাম সামনে আসে। যাকে ২০০২ সালের ২৩ জানুয়ারি দুবাইতে গ্রেফতার করা হয়। এদিন তথ্যপ্রমাণের অভাবে যাঁর জামিন মঞ্জুর করা হয়, সেই আখতার হোসেন আবার আফতাব ঘনিষ্ঠ।
তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে, আসামিদের অধিকাংশই পাকিস্তানি হলেও মুক্তিপ্রাপ্ত আখতার হোসেন হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।
আফতাবকে কলকাতায় নিয়ে আসা হলেও এই ঘটনায় অভিযুক্ত আট জন পলাতক ছিল। যাদের ২০১২ সালে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পর ফের এই মামলার শুনানি শুরু হয়।
পরে ধৃত আট জনকেই ২০১৭ সালে আলিপুরের আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা জেল থেকে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করে।