শেষ আপডেট: 14th September 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে ফোনে করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল! এই ইস্যুতে থানায় দায়ের হয়েছে এফআইআর। ফেডারেশনের তরফেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ ফেডারেশনের দফতরেই এসেছিল সেই ফোন!
এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে, গত ১০ সেপ্টেম্বর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফেডারেশনের দফতরে ফোন করেন। তিনি কল্যাণ চৌবেকে খুনের হুমকি দিয়েছেন! একই সঙ্গে তাঁর পরিবারের ক্ষতি করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এরপরই দিল্লির দ্বারকা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে তাঁরা। একবার এই ফোন এসেছে না একাধিকবার তা স্পষ্ট করা হয়নি ফেডারেশনের তরফে। তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না সংস্থা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
সাম্প্রতিক সময়ে কল্যাণ চৌবে একাধিকবার নানা কারণে সংবাদ শিরোনামে এসেছেন। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ যেমন উঠেছে অন্যদিকে সংস্থার প্রাক্তন সেক্রেটারি জেনারেলকে সরিয়ে দেওয়া নিয়েও বিতর্কে জড়ান তিনি। এখন আবার তাঁকে হুমকি দেওয়ার ঘটনার অভিযোগ উঠল। দিল্লি পুলিশের আশ্বাস, দ্রুত অভিযুক্তকে খুঁজে বের করা হবে।
কয়েক সপ্তাহ আগে কল্যাণ চৌবেকে রক্ষাকর্তার ভূমিকায় দেখা গেছিল। আরজি কর কাণ্ডের জেরে কলকাতা ডার্বি বাতিল হয়েছিল ডুরান্ড কাপের। তার প্রেক্ষিতে রাস্তায় নামেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। তাঁদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে, কয়েকজন আটকও হন। তাঁদের ছাড়িয়ে আনেন কল্যাণ চৌবে।