নিজস্ব ছবি
শেষ আপডেট: 25 April 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন হাইকোর্টেরই এক আইনজীবি। তাঁর দাবি বৃহস্পতিবার এজলাসের মধ্যে কিল-ঘুষি মেরেছেন তৃণমূল সাংসদ।
ঘটনা বৃহস্পতিবারের। কলকাতা হাইকোর্টেরই আইনজীবী অশোককুমার নাথের অভিযোগ কল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তিনি কল্যাণের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন তোলেন সাংসদ অধ্যাপক সৌগত রায় সম্পর্কে কেন বাজে কথা বলছেন! সেই কথা শোনার পরেই তাঁর দিকে ঝাপিয়ে পড়েন কল্যাণ। শুধু তাই নয়, এজলাসের মধ্যেই কল্যাণ তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি।
রাজ্য-রাজনীতিতে কল্যাণ-সৌগতর 'সম্পর্কের' কথা কারও অজানা নয়। দলের অন্দরেই দুই সাংসদের আদায়-কাঁচকলায়। ক'দিন আগেই দমদমের সাংসদকে 'নারদার চোর' বলতেও ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পাল্টা কল্যাণেরও 'মেন্টাল কমপ্লেক্স' আছে বলে তোপ দাগেন সৌগত।
বৃহস্পতিবার আদালতে দুই বর্ষীয়ান নেতার এই বিবাদের প্রসঙ্গই নাকি উঠেছিল। তার পরই ওই আইনজীবীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কল্যাণ।
যদিও এ ব্যাপারে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দ্য ওয়ালকে কল্যাণ জানান, "একদম বাজে কথা। আমি যখন কথা বলছিলাম, তখন উনি হঠাৎ দূর থেকে এসে আমাকে বলছেন 'এই কথাটা আমার বলা উচিত হয়নি। ওই কথাটা বলা আমার উচিত হয়নি। তখন আমি বললাম তুমি কে ভাই? এখানে রাজনীতির কথাই বা কেন বলতে আসছ? উনি আমাকে প্ররোচনা দিচ্ছিলেন। তখন বাদ্য হয়ে ওকে যখন ধাক্কা দিয়ে কোর্টরুমের দিকে নিয়ে যাচ্ছি, তখন আবার বলছেন উনি আমায় শ্রদ্ধা করেন। আমিও ছেড়ে দিয়েছি। বলেছি শ্রদ্ধা রাখার মতো কাজ করো।"
কল্যাণের বক্তব্য ওই আইনজীবীকে প্ররোচনা দিতে 'ধোঁয়া দিয়েছেন বিজেপির দু'জন। যাঁদের একজন কোর্টের বারে প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কল্যাণের বক্তব্য, 'উনি একবার সাহায্যও নিয়েছিলেন আমার থেকে। এখন হয়তো সেই দামই চোকাচ্ছেন।'