শেষ আপডেট: 30th October 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর পর কালীপুজোতেও সঙ্গে রাখতে হবে ছাতা। বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গেই খুশির খবর দিল এদিন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আর কয়েকদিনের মধ্যেই পাল্টাবে রাজ্যের আবহাওয়া। বাতাসে কমবে আর্দ্রতা। বুধবার সকাল থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার। ঝকঝকে রোদে বাজি গরম করে নিচ্ছে সকলে।
উত্তর অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরেও।
বৃহস্পতিবার কালীপুজোর দিন ও শুক্রবার দীপাবলির দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে।
বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ছাড়া কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ এই কদিন পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতা কমবে ফলে অস্বস্তিও কিছুটা কমবে। বুধবার অর্থাৎ আজও দক্ষিণবঙ্গের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বুধে ও বৃহস্পতিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একদম হালকা বৃষ্টি চলবে সপ্তাহজুড়ে। ১ নভেম্বর থেকে মালদা, দুই দিনাজপুর শুষ্ক আবহাওয়া শুরু হবে। কোচবিহার ও জলপাইগুড়িতেও ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ উত্তের পাঁচ জেলায় পারদ নেমেছে অনেকটাই। শীতের আমেজ সর্বত্র। ভোরের দিকে শিরশিরে বাতাসও বইছে। ধীরে ধীরে কমছে সন্ধের তাপমাত্রাও।
আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৪ শতাংশ।