শেষ আপডেট: 13th February 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: ফুরোলো বইমেলার সুর। বারো দিন ধরে সংস্কৃতিমনস্ক বাঙালির মহাকুম্ভ হয়ে উঠেছিল সেন্ট্রাল পার্ক চত্বর। বিক্রি হয়েছে প্রায় ২৫ কোটির বই। যার বেশিরভাগই গল্প-উপন্যাস। এ ছাড়া ধ্রুপদী গ্রন্থ, সাম্প্রতিক উপন্যাস এবং ছোটগল্পের সংকলন পাঠকদের মন জয় করেছে বলে প্রকাশকদের তরফে জানা গিয়েছে।
তবে এ বছর উল্লেখযোগ্যভাবে কোরিয়া ও জাপানের বই বিক্রি বেড়েছে। আর এর পেছনে রয়েছে কোরিয়ান পপ ব্যান্ড এবং জাপানি সংস্কৃতির প্রতি বাঙালির অমোঘ আকর্ষণ। নয়া প্রজন্মের বঙ্গ কিশোর-তরুণ প্রজন্ম যেভাবে দু'হাত দিয়ে এই দুই দেশের সংস্কৃতিকে আত্মস্থ করেছে, তারই প্রভাব পড়েছে বই কেনাবেচায়। এমনটাই মনে করেন বী বুকসের এষা চট্টোপাধ্যায়। তাঁর মতে, এবারের পুস্তকমেলায় বাংলা ও ইংরেজি দু'ভাষাতেই প্রেমের আখ্যান উল্লেখজনকভাবে বিক্রি হয়েছে। জেন-জেড কল্পবিজ্ঞানের প্রচুর বইও হাতে তুলে নিয়েছেন।
একই সুর শোনা গেল অক্সফোর্ড বুকসের স্বাগত সেনগুপ্তের গলাতেও। তিনি জানালেন, এখনকার বাঙালি পাঠক, বিশেষত নতুন প্রজন্ম, তারা জাপান ও কোরিয়ার লেখকদের জনপ্রিয়তায় আকৃষ্ট হচ্ছেন। তাই বই কিনছেন। আর এভাবেই আন্তর্জাতিক সাহিত্য বাংলার সাহিত্য সমাজে ছড়িয়ে পড়ছে।
গল্প-উপন্যাস-কবিতা তো রয়েইছে। পাশাপাশি বইমেলায় নজর কেড়েছে ‘সেল্ফ-হেল্প বুক’ কেনার হিড়িক। ম্যানেজমেন্ট নিয়ে, নিজের হাতে কীভাবে ব্যাবসা দাঁড় করানো যায় সেই বিষয়ে লেখা বই হটকেকের মতো বিকিয়েছে। পাশাপাশি ধ্যান, যোগ নিয়েও উৎসাহ দেখিয়েছে জেন-জেডের একটা বড় অংশ! পুরাণ গ্রন্থও বেস্টসেলারের তালিকায় ঠাঁই করে নিয়েছে।
একদিকে বিত্ত, সাফল্যের প্রতি মোহ৷ অন্যদিকে নির্বাণ, আত্মমুক্তির খোঁজ। এই দুইয়ের সম্মীলিত প্রতিরূপ হিসেবে মহাকুম্ভের আইআইটি-বাবা অভয় সিং ইতিমধ্যে চর্চায় উঠে এসেছে। নতুন প্রজন্মের বইয়ের খোঁজেও অভয়ের দর্শনের ছায়াই যেন ঘুরপাক খেয়ে গেল।