শেষ আপডেট: 2nd October 2024 22:28
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিরাট মিছিল দেখেছে শহর কলকাতা। বুধবারও একই ছবি ধরা পড়ে। কলেজ স্ক্যোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সঙ্গ দিয়েছে নাগরিক সমাজও। আমজনতা থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকা, সকলেই ছিলেন এই সমাবেশে। এই কর্মসূচি থেকেই জুনিয়র ডাক্তাররা দিল্লি গিয়ে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়ে দিলেন। তাঁদের ক্ষোভ জমছে সিবিআই-এর ওপরও।
জুনিয়র ডাক্তারদের বক্তব্য, আরজি করের প্রতিবাদ শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। এই প্রতিবাদ বিচার চেয়ে। ঘটনার তদন্ত করছে সিবিআই, তাই তাঁদেরকেও আন্দোলনের চাপ নিতে হবে। প্রয়োজন পড়লে তাঁরা দিল্লি যাবেন, সেখানে গিয়ে প্রতিবাদ করবেন। আসলে অতীতে সিবিআই-এর তদন্ত করা একাধিক মামলার কোনও গতি হয়নি। সে নিয়ে আশঙ্কা রয়েছে জুন্যর ডাক্তারদের। তাঁদের কেউ কেউ ভাবছেন, এই আন্দোলন জিইয়ে না রাখতে পারলে 'সেটিং' হতে পারে। তা তাঁরা হতে দেবেন না।
বুধবার ধর্মতলার সমাবেশ থেকে জুনিয়র ডাক্তারদের বার্তা, আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয়। দরকার পড়লে সিবিআই-এর বিরুদ্ধেও একজোট হয়ে আন্দোলন করবেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের ভূমিকা নিয়েও তাঁরা সন্তুষ্ট হতে পারছেন না। অনুমান করা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের এই বক্তব্য আসলে অনেকটাই চাপ বাড়িয়ে দেবে সিবিআই-এর ওপর।
এদিনের সমাবেশ থেকেই জুনিয়র ডাক্তাররা আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। তা হল, কেন তাঁরা ফের কর্মবিরতি করলেন। তাঁদের সাফ কথা, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ তো হয়নি, উল্টে সরকারের তরফে কোনও সদিচ্ছা দেখানো হচ্ছে না। বরং তাঁরা বিভেদ সৃষ্টি করতে চাইছেন ডাক্তারদের সঙ্গে রোগী এবং রোগীর পরিবারকে।
অভিযোগ তোলা হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যেখানে দেখানো হচ্ছে জুনিয়র ডাক্তারদের জন্য রোগীরা পরিষেবা পাচ্ছেন না। কিন্তু বিষয়টি একদমই এমন নয়। অনিকেত-দেবাশিসদের স্পষ্ট কথা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে রোগী এবং তাঁদের পরিজন, সবাই একটাই পক্ষ। বিপক্ষ যদি কেউ থাকে সেটা রাজ্য সরকার।