শেষ আপডেট: 24th August 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে বৈঠকে মিলল না সমাধান সূত্র। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রইলেন চিকিৎসকরা।
আরজি কর মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠার পরেই প্রতিবাদে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা। ফলে ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। রোগীদের কথা ভেবে দেশের সর্বোচ্চ আদালতও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলে। কিন্তু নির্যাতিতা সঠিক বিচার না পাওয়া পর্যন্ত কাজে ফেরার কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা।
পরিস্থিতি স্বাভাবিক করতে শনিবার আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা। আরজি করের নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় এবং অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদেরও এই বৈঠকে ডাকা হয়। রোগীদের স্বার্থে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য তাঁদের আর্জি জানান স্বাস্থ্যকর্তারা। তবে বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের।
জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, যতদিন না এই ঘটনায় জড়িতদের সবাইকে ধরা হচ্ছে, ততদিন কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। গত বুধবার স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা। আধিকারিকদের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। ওই দিন রাতেই আরজি করের অধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে সরিয়ে দেয় স্বাস্থ্যভবন। তারপরেও আন্দোলনকারীরা কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্তে অনড় থাকেন।