শেষ আপডেট: 20th October 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নবান্নের বৈঠকে যোগ দেওয়ার আগে মুখ্যসচিবকে ইমেল করে নিজেদের দশ দফা দাবি মনে করিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পুরনো দশ দফা দাবিতেই জোর দিয়েছেন তাঁরা। পরিষ্কার জানিয়েছেন, মৌখিক নয়, লিখিত আশ্বাসেই উঠবে অনশন।
শনিবারই অনশনকারীদের ইমেল মারফৎ বেশকিছু শর্ত চাপিয়ে বৈঠকে আসার কথা জানিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন তার পাল্টা দিয়ে জুনিয়র ডাক্তাররা মূলত হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয়টিতে বেশি জোর দিয়েছেন। পাশাপাশি রাজ্যের তরফে গঠন করা টাস্ক ফোর্সে ১০ জুনিয়র ডাক্তারকে রাখার কথা জানানো হয়েছে।
এছাড়া রাজ্যের হাসপাতালগুলিতে শূন্যপদে নিয়োগ, রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন নিয়ে নির্দেশিকা জারির কথাও জানানো হয়েছে। টাস্ক ফোর্সের মাসিক বৈঠক এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়েও রাজ্যের তরফে নির্দেশিকা জারির কথা বলা হয়েছে।
সোমবার জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করে ১০ প্রতিনিধিকে নিয়ে নবান্নে যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যসচিব। কিন্তু জুনিয়র ডাক্তারদের ইমেলে বিষয়টির উল্লেখই করা হয়নি। রবিবার সঠিক সময়ে বৈঠকে পৌঁছে যাওয়ার কথা জানালেও কতজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
রবিবার ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সোমবার যথাসময়ে আমাদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছবে। সমস্যার সমাধান না হলে মঙ্গলবার রাজ্যজুড়ে স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার জানিয়েছেন, 'মুখ্যসচিব বলছেন আমাদের দাবি বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে। কিন্তু কোথায় কোথায় গলদ রয়েছে তা জানিয়েই রবিবার পাল্টা ইমেল পাঠানো হয়েছে।'