শেষ আপডেট: 21st October 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: কালীঘাটের পর নবান্নতেও মুখ্যমন্ত্রীর চা খাওয়ার অনুরোধ ফেরালেন জুনিয়র ডাক্তাররা। জানিয়ে দিলেন, 'আমাদের ১৭ জন অনশনে আছেন।'
আর জি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। যোগ দিয়েছেন সিনিয়ররাও। পরিস্থিতি সামলাতে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ স্বাস্থ্যভবনে আন্দোলনকারীদের ধর্না মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বৈঠকে যোগ দেওয়ার আবেদন জানান।
সেই মতো একাধিক চিঠি ও মেল চালাচালির পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান জুনিয়র ডাক্তাররা। কিন্তু বৈঠকরে লাইভ স্ট্রিমিং নিয়ে সমস্যা থাকায় বৈঠক সেদিন ভেস্তে যায়। বাড়ির সামনে মুখ্যমন্ত্রী ওইদিন সকলকে বাড়িতে গিয়ে চা খাওয়ার আবেদন জানান। কিন্তু চায়ের অনুরোধ সেদিন রাখেননি কেউ।
সেই ঘটনারই পুনরাবৃত্তি হল সোমবার। শনিবারের কথা মতো নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে যান অনশনরত জুনিয়র ডাক্তাররা। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, 'তোমরা কি চা খাবে?' কিছুক্ষণ থেমে আবার বলেন, 'চায়েও না?' এর পরিপ্রেক্ষিতে তাঁকে এক জুনিয়র ডাক্তার জানিয়ে দেন, 'না, ম্যাডাম। ঠিক আছে।' অন্য আরেকজন পাশ থেকে বলেন, 'ম্যাডাম আমাদের ১৭ জন অনশনে আছে।'
এরপরই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলেন, 'তোমরা তো তোমাদের খাওয়া দাওয়া করছ। যারা অনশন করছে, তাদের তো খেতে বলছি না। যারা করছো না, তাদের বলছি আমি।' যদিও এরপরও মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখেননি ডাক্তাররা। শেষে তিনি জানিয়ে দেন, 'যারা চা খাবে, তাদের দিও।'