শেষ আপডেট: 20th October 2024 21:03
দ্য ওয়াল ব্যুরো: কোনও পূর্ব শর্ত নয়। অনশন চালিয়েই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যথাসময়ে পৌঁছে যাওয়ার কথা জানালেন জুনিয়র ডাক্তাররা।
রবিবার ধর্মতলার অনশন মঞ্চ থেকে দেবাশিস হালদার জানান, ‘আমরা ঠিক কী চাইছি তা জানিয়ে রবিবারই মুখ্যসচিব মনোজ পন্থের কাছে ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে যাবে।’
তবে ১০ দফা দাবি না মিটলে কোনওভাবেই যে অনশন থেকে সরবেন না এদিন সেকথাই স্পষ্ট করলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা।
এদিন দেবাশিস জানান, শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হওয়ার পর আমাদের মনে হয়েছে উনি আমাদের ১০ দফা দাবির কথা এখনও হয়তো ঠিকমতো জানেন না। মুখ্যমন্ত্রীর কথায় আমরা দুঃখিত।’
দেবাশিস এদিন স্পষ্ট করে জানিয়েছেন, সোমবার যথাসময়ে আমাদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছবে। আগামীকাল সমস্যার সমাধান না হলে মঙ্গলবার রাজ্যজুড়ে স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরজি করের এই জুনিয়র আরও জানিয়েছেন, 'মুখ্যসচিব বলছেন আমাদের দাবি বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে। কিন্তু কোথায় কোথায় গলদ রয়েছে তা জানিয়েই রবিবার পাল্টা ইমেল পাঠানো হয়েছে। শুধু মৌখিক আশ্বাসে অনশন থামবে না। লিখিত আশ্বাস দিতে হবে।'
রবিবারই স্বাস্থ্য সচিবকে ইমেল পাঠিয়ে ফের নিজেদের ১০ দফা দাবি স্পষ্ট করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরাও চাইছেন দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হোক। অনশনকারীদের স্বাস্থ্যের অবনতি নিয়েও এদিন উদ্বেগের সুর ধরা পড়েছে জুনিয়রদের গলায়।
সদ্য সুস্থ হওয়া জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর মতে, প্রশাসনের এই বিষয়ে কোনও হেলদোল নেই। এমন একটা নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পরও তারা নির্বিকার। তিনি জানান, সোমবার আমরা আলোচনায় যাচ্ছি। সদর্থক আলোচনা হবে।
সোমবারের বৈঠকে যাওয়ার কথা শনিবারই স্পষ্ট করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাঁরা কত জন যাবেন, সরকারের তরফে দেওয়া শর্ত মানা হবে কি না, তা নিয়ে শনিবারের পর রবিবার দুপুরেও নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জিবি বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে রবিবার বিকেলে ধর্মতলার মঞ্চে এসে জুনিয়র ডাক্তাররা জানান, এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সোমবার মুখ্যমন্ত্রীর দেওয়া সময় মত আমরা সেখানে পৌঁছলেও, অনশন কিছুতেই তুলে নেওয়া হবে না।
শনিবার সন্ধেতেই ইমেল পাঠিয়ে মনোজ পন্থ জানিয়েছিলেন, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের প্রায় সব দাবিই মেনে নিয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা এবং সমস্যা সমাধানে সবসময় প্রস্তুত সরকার।
মনে করিয়ে দেওয়া হয়, আগামী সোমবারের বৈঠকে তাঁরা যেন আসেন। বিকেল ৫টার ওই বৈঠকে ১০ জনের প্রতিনিধি নিয়ে যেতে বলা হয়েছে। আরও বলা হয়, মুখ্যমন্ত্রীর আরও কিছু কাজ থাকায় বৈঠক ৪৫ মিনিটের বেশি করা যাবে না। তাই সাড়ে ৪টের মধ্যে নবান্নে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে ডাক্তারদের।