শেষ আপডেট: 4th December 2024 20:51
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে জড়িয়েছিল অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের নাম। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো-সহ আরও বেশ কিছু অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয় তাঁদের। তদন্ত কমিটিও গঠন করে স্বাস্থ্য ভবন। কিন্তু ঘটনার চার মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয়। যা নিয়ে উঠেছে নিন্দার ঝড়। ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক মহলের একাংশ। কাজে ফিরে বেশ কিছুদিন চুপ থাকার পর এই সূত্রেই ফের আন্দোলনে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, শুক্রবার স্বাস্থ্যভবন অভিযান করবেন তাঁরা।
পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে 'কোটা' ব্যবহার করে পিজিটি-র সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। মেডিক্যাল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ ওঠে বিরুপাক্ষদের বিরুদ্ধে। তারপরই তাঁদের ফের পদে ফেরানো নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র ডাক্তাররা। কীভাবে তাঁদের পদে ফেরানো হল? সেনিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন স্বাস্থ্যমন্ত্রীর দিকে। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগই জমা পড়েনি কাউন্সিলে, এনিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডের চার্জশিট কোথায়, সেই প্রসঙ্গ বাদ যায়নি এদিন। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে জুনিয়র ডাক্তাররা বলেন, 'যাঁর অঙ্গুলিহেলনে সব কাজ হয় এরাজ্যে, তাঁর কাছেই প্রশ্ন, বিরুপাক্ষ-সন্দীপ ঘোষদের কেন বাঁচাতে চাইছে সরকার?' রাজ্যের প্রতিনিধি হিসেবে ফার্মাসি কাউন্সিলের সদস্য পদ প্রাপ্তিও যে দুর্ভাগ্যজনক তাও উল্লেখ করেন তাঁরা।
ডাক্তারদের তরফে এদিন মোট ৭টি বিষয় উল্লেখ করা হয়। জানানো হয়, আগামী শুক্রবার অর্থাৎ ৬ তারিখ মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত করে স্বাস্থ্যভবন অভিযান করা হবে। দুপুর ৩টে নাগাদ সকলকে কাউন্সিলের সামনে আসারল আহ্বান জানান তাঁরা। ওইদিন অভিযান নির্ভয়ার বাবা-মা-ও থাকতে পারেন বলে উল্লেখ করা হয়।
যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিসরা জানিয়ে দেন, অভয়ার বাবা-মা তাঁদের সমস্ত প্রতিবাদ কর্মসূচিকেই সমর্থন জানাচ্ছেন। যোগাযোগ হয় নিয়মিত। তাঁদের কোথাও যোগ দিতে বলা হয় না স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু তাঁরা নিজেরাই যোগ দিতে চাইলে উপস্থিত থাকেন।
তাঁদের এই লড়াই যে ধর্ষণ নামের এক সামাজিক ব্য়ধির বিরুদ্ধে, অনিয়ম, অনাচারের বিরুদ্ধে, তা উল্লেখ করতে ভোলেননি।