শেষ আপডেট: 20th October 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ২১ কিমি দীর্ঘ ন্যায়বিচার যাত্রার পর আজ ধর্মতলায় মহাসমাবেশ করবেন জুনিয়র ডাক্তাররা। অনশনের ১৬ দিনের মাথায় আজ বিকেল ৪টেয় 'চিৎকার সমাবেশ' করবেন তাঁরা।
শনিবারের দুপুরে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যসচিবের ফোনে ডাক্তারদের সঙ্গে কথা বলছেন তখন অন্যদিকে উত্তর ২৪ পরগনার সোদপুর এইচবি টাউন থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের ন্যায়বিচার যাত্রা।
এদিন সোদপুরে ন্যায়বিচার যাত্রার সূচনা করেন, আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা। জুনিয়র ডাক্তারদের ডাকে এই যাত্রায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোদপুর ট্রাফিক মোড়, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ডানলপ মোড় হয়ে ধর্মতলার দিকে এগোয় মিছিল।
এছাড়া এদিন ডার্বির আগে ফের আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সরব হন ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত মানববন্ধনও করেন।
আর আজ রবিবার ধর্মতলার অনশনমঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। যার পোশাকি নাম 'চিৎকার সমাবেশ'। আগামীকাল সোমবার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং সরকারি অফিসে বিক্ষোভ কর্মসূচিও নেওয়া হয়েছে।
অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাতে ৭ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। শহিদ মিনার চত্বরে নিজেদের ধর্নামঞ্চেই অনশনে বসেছেন তাঁরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রতীকী অনশন। রাজ্য সরকারি কর্মীদের দাবি, শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের সমস্ত দফতরেই থ্রেট কালচার রয়েছে। এই রোগ নির্মূল করতে ডাক্তারদের লড়াইয়ে তাঁরাও পাশে রয়েছেন।