শেষ আপডেট: 16th October 2024 09:44
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে ইতিমধ্যে অনেকে হাসপাতালে ভর্তি। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনও উপায় ছিল না। কিন্তু তাঁদের কি কোনও রকম উন্নতি হচ্ছে? সিনিয়র চিকিৎসকরা তাঁদের সর্বক্ষণ পর্যবেক্ষণের মধ্যে রাখছেন। এখনও পর্যন্ত স্পষ্টত বলা যাচ্ছে না যে প্রত্যেকে ভাল আছেন। তবে সকলে আপাতত স্থিতিশীল।
অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং তনয়া পাঁজা... ধর্মতলার অনশনমঞ্চে থাকা জুনিয়র ডাক্তারদের মধ্যে এঁরা এখন হাসপাতালে ভর্তি। বেশিরভাগেরই কিডনি এবং রক্তচাপের সমস্যা দেখা দিয়েছে। আপাতত অনশনমঞ্চে থাকা জুনিয়র ডাক্তারদের মধ্যেও কারও মাথা ঘুরছে, কারও রক্তচাপ, পালস রেট ওঠানামা করছে। একাধিকজনের কিডনির সমস্যাও দেখা দিয়েছে। যদিও দিনে দু'বার তাঁদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। কোনও রকম জটিল পরিস্থিতি তৈরি হলেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।
ধর্মতলার মতো উত্তরবঙ্গেও একাধিক জুনিয়র ডাক্তার অনশন শুরু করেছেন। তবে তাঁদের মধ্যেও দুজন এখন হাসপাতালে ভর্তি। তাঁদের মোটামুটি একই রকম শরীর খারাপের উপসর্গ রয়েছে। বুধবার অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক পরিস্থিতি কেমন থাকছে সেই দিকে নজর রয়েছে সকলেরই। যদিও এই অসুস্থতার জন্য অনশন মঞ্চে কোনও বিরূপ প্রভাব পড়ছে না। কারণ মঙ্গলবারই নতুন করে অনশনে যোগ দিয়েছেন দুই ডাক্তার।
রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী ধর্মতলার অনশন মঞ্চে যোগ দিয়েছেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই। তাই যাই হয়ে যাক না কেন, অনশনে তাঁরা অনড় থাকবেন। তবে স্বস্তির বিষয়, অনিকেত সহ বাকিদের শরীর এখন আগের থেকে কিছুটা ভাল আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। যদিও বিপদ পুরোপুরি কাটতে এখনও দেরি।
গত ৫ অক্টোবর থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেই অনশনের ১০ দিন পার হয়েছে। কিন্তু এখনও তাঁদের ১০ দফা দাবি রাজ্য সরকার মানেনি বলেই অভিযোগ করা হচ্ছে। তাই আন্দোলনের ঝাঁজ আগামী দিনে আরও বাড়ানো হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।