শেষ আপডেট: 2nd September 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ ঘোষ গ্রেফতারের খবরে উচ্ছ্বসিত জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে দুপুরের পর থেকেই লালবাজারে সামনে অবস্থান করছেন তাঁরা। সন্ধের পর সেখানেই খবর পৌঁছয় আরজি কর মেডিক্যালে দুর্নীতির বহুমুখী জাল বিস্তারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই খবর শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
৯ অগস্ট সকালে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ মেলে। কলকাতা শহরের বুকে একটি সরকারি মেডিক্যাল কলেজের ভিতরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। বিক্ষোভ ছড়ায় দেশেও। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলি উঠছিল তা নতুন করে প্রকাশ্যে আসে। এমনই আবহে তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা। এরপর নিজেই অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের কথা জানান সন্দীপ ঘোষ। কিন্তু রাতারাতি তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে বদলি করা হয়। এই খবরে উত্তাল হয়ে ওঠে ন্যাশনাল মেডিক্যাল কলেজও।
সন্দীপ ঘোষকে নিয়ে এই টানাপড়েন চলাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার নেয় সিবিআই। কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত নথি যায় সিবিআইয়ের হাতে। তারপরেই গত ১৫ অগস্ট থেকে লাগাতার সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই। তল্লাশি হয়েছে তাঁর বাড়িতেও। এদিকে বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনও চলছে লাগাতার।
কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে সোমবার লালবাজারে অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সন্ধেবেলা এখানেই পৌঁছয় সন্দীপ ঘোষের গ্রেফতারের খবর।