শেষ আপডেট: 19th August 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে আচমকাই সিবিআই দফতরে হাজির হলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ও ইন্টার্নের তরফে বেশ কিছু তথ্য তিনি পেয়েছেন। সে গুলি সরাসরি সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে চান। তিনি জানান, অন্য একটি কাজে আসছিলেন। একই সঙ্গে এই কাজটিও সেরে যেতে চান।
এদিন কুণাল ঘোষ বলেন, "আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার আমার সঙ্গে দেখা করেছেন। তাঁদের সঙ্গে ওই হাসপাতালের মর্মান্তিক ঘটনার কোনও যোগ নেই। কিন্তু ভিতরে থাকায় বেশ কিছু জিনিস তাঁরা জেনেছেন। কিছু অনুমানও আছে তাঁদের। এই সমস্ত জুনিয়র ডাক্তারদের কখনই সিবিআই ডাকবে না। তাই তারা সে সব জানাতেও পারবেন না। আমি এই তথ্যগুলিই সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে চাই। ওরা নিলে নেবে।"
এখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, নথি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কেন যোগাযোগ করেননি তিনি? উত্তরে কুণাল বলেন, ‘‘বিষয়টি যে হেতু এখন কলকাতা পুলিশের হাতে নেই, তাই আমি তাঁদের হাতে এই তথ্য তুলে দিইনি। সিবিআই তদন্ত করছে। তাই তাঁদের হাতে দিতে এসেছি। কলকাতা পুলিশ তদন্ত যখন তদন্ত করছিল, তখন আমার কাছে এই সমস্ত তথ্য ছিল না। এগুলি পেয়ে আমার মনে হয়েছে, এতে যথেষ্ট তথ্য রয়েছে। তা সত্য না মিথ্যা, আমি যাচাই করিনি। সরাসরি সিবিআই আধিকারিকদের হাতেই তুলে দিতে চাই। এইসব তথ্য সিবিআইয়ের কাজে লাগলে, তাঁরা সেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারে।’’