শেষ আপডেট: 10th November 2024 00:43
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেতেই আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে রাজপথে থেকেই লড়াইয়ের কথা জানিয়েছেন প্রতিবাদী ডাক্তাররা। তার কিছুক্ষণ পরেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, যতক্ষণ না সকল অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা চুপ থাকবেন না।
এদিন হাসপাতাল চত্বরে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানান, ‘এই ভয়াবহ অপরাধের পরিবেশ তৈরি করে দেওয়ার পিছনে সিস্টেমের হাত রয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে।’
আন্দোলনকারী পড়ুয়া-ডাক্তারদের মতে, ‘আমরা অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি। ঘটনায় যারা দোষী দ্রুত সবাইকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। নাহলে আন্দোলন থেকে এক পা-ও সরব না।’
.গত ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার রক্তাক্ত দেহ। ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে সেদিন থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। অবস্থান-বিক্ষোভ থেকে শুরু করে অনশন সব করেছেন তাঁরা। এখন দফায় দফায় মিছিল করে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন তাঁরা।
এদিন সকালে দ্রোহের গ্যালারির পাশাপাশি আরজি কর হাসপাতালে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। আরজি করের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় ও অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান চিকিৎসক সৈকত নিয়োগী-সহ বিভাগের অন্যান্য অধ্যাপক চিকিৎসকরা রক্তদান শিবিরে অংশ নেন।
রক্তদান শিরিরে সামিল হযন আরজি কর হাসপাতালে থাকা রোগী পরিবারের লোকজনও। এছাড়াও বহু মানুষ আন্দোলনকে সমর্থন জানাতে এই রক্তদান শিবিরে অংশ নিতে দেখা যায়।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনও শনিবার গণকনভেনশন করে। নয়া সংগঠনের তরফে জানানো হয়েছে, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষের দাবি তুলে আগামী সাত দিনের মধ্যেই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল সিবিআই দফতরে যাবে ডেপুটেশন জমা দিতে।