শেষ আপডেট: 26th September 2024 00:12
দ্য ওয়াল ব্যুরো: অনেক রাজনৈতিক দল তাঁদের আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে নিজেদের ফায়দার জন্য! বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। তবে শুধু অভিযোগ করে বিষয়টি ছেড়ে দেননি তাঁরা। পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন। এই আন্দোলনকে তাঁরা কোনও ভাবেই কাউকে ব্যবহার করতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। কী বললেন জুনিয়র চিকিৎসকরা?
তাঁদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দল শুরু থেকে তাঁদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে। এই বিষয়ে নাম না করে বিজেপিকে একহাত নিয়ে তাঁরা বলেন, হাথরস-কাঠুয়া-উন্নাওতে যাঁরা ধর্ষকদের মালা পরিয়েছে, তাঁদের ক্ষমতা দখলের চক্করে এই আন্দোলনকে ব্যবহার করতে দেব না। জনগণই দেবে না। তাঁরা এটাও স্পষ্ট করে দেব, কেউ কেউ আবার স্বতঃপ্রণোদিত ভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করে মহালয়ার দিন নির্যাতিতার জন্য জুনিয়র ডাক্তাররা তর্পণ করবেন এমন খবর ছড়িয়েছেন। এটা সম্পূর্ণ ভুল। এমন কোনও কর্মসূচি তাঁদের নেই।
এদিকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সময়ে যাঁরা কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাঁদের অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন বলেও জানান ডাক্তাররা। সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন তাঁরা। প্রতিহিংসামূলক কার্যকলাপ বন্ধ না করলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন।
এই অবস্থায় দাঁড়িয়ে আন্দোলনকে আরও বড় রূপ দেওয়ার প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বিবৃতি দিয়ে বলেছেন, মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর তাঁরা কর্মবিরতি আংশিক তুলে নিয়েছিলেন কারণ সেই বৈঠক থেকে তাঁরা কিছু লিখিত নির্দেশিকা আদায় করতে পেরেছিলেন। কিন্তু দু’একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া ওই নির্দেশিকা প্রতি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে প্রয়োগ করা হয়নি বলে অভিযোগ করছেন ডাক্তাররা। একই সঙ্গে তাঁদের পঞ্চম দাবির বাস্তবায়নের জন্যও সরকারের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি বলে দাবি। সরকারের তাঁদের স্পষ্ট বার্তা, রোগী পরিষেবা এবং ডাক্তারদের সুরক্ষার বিষয়ে রাজ্য সরকার যদি এই ধরনের গয়ংগচ্ছ মনোভাব নিয়ে চলে তাহলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর একটি কর্মসূচি করার কথা জুনিয়র ডাক্তারদের। এই জন্য তাঁরা ধনধান্য অডিটোরিয়াম 'বুক' করেছিলেন। কিন্তু এখন অভিযোগ উঠেছে, সেই অডিটোরিয়ামে কোনও কর্মসূচি তাঁদের করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ডাক্তারদের অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে এর জন্য মঙ্গলবারই অনুমতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তাঁদের 'না' বলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাহলে শুক্রবার তাঁরা কোথায় কর্মসূচি করবেন?
বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে, আগামী ২৭ তারিখ যে কর্মসূচির আয়োজন তাঁরা করেছেন তা হবেই। তবে ধনধান্য অডিটোরিয়ামে নয়, এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে ওই কর্মসূচি আয়োজিত হবে বলে জানিয়েছেন তাঁরা। ২৭ সেপ্টেম্বর একটি গণকনভেনশনের আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু ধনধান্যে কেন তাঁদের কর্মসূচি হল না? এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁরা জানান, স্পষ্টভাবে কোনও ব্যাখ্যাই দেওয়া হয়নি।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিছু পড়ুয়া বুধবার শহরের একটি মলে গিয়েছিলেন সাংস্কৃতিক কর্মসূচির জন্য। সেখান থেকেও তাঁদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তারপর এই ধনধান্যের ঘটনা। গোটা বিষয়টায় 'রাজনীতি' দেখছেন কেউ কেউ। আবার অনেকে মনে করছেন, চাপ দিয়ে এসব করানো হচ্ছে। জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে জানান, তাঁদের প্রশ্ন করা হয়েছে, প্রতিবাদ তো বন্ধ হয়ে গেছে। তা হলে এখনও কেন এই সব ভিত্তিহীন কর্মসূচি করছেন?
৯ অগস্টের নৃশংস ঘটনার প্রতিবাদ করে জুনিয়র ডাক্তাররা টানা কর্মবিরতি করেছেন। লালবাজার অভিযান থেকে স্বাস্থ্যভবনের সামনে লাগাতার ধর্নাও দিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করার পর প্রশাসনিক পদে বেশ কিছু বদল এনে তারপর সেই ধর্না তুলেছেন। কিন্তু তাঁদের দাবি আংশিক পূরণ হওয়া এখনও বাকি। তাই ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।