শেষ আপডেট: 19th September 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: কর্মবিরতি যেমন চলছে তেমনই চলবে! নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা। নবান্ন থেকে বেরিয়ে তাঁরা জানিয়েছেন, বৈঠকে কিছু দাবি মানা হলেও কোনও 'মিনিটস' দেওয়া হয়নি। তাই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তাঁরা সরে আসবেন না। আরজি কর কাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের আদৌ কোনও ইচ্ছা আছে কিনা তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা।
প্রায় আড়াই ঘণ্টা ধরে বুধবার বৈঠক হয় নবান্নে। বৈঠক শেষের আরও দু'ঘণ্টা পর জুনিয়র ডাক্তাররা বেরোন। সূত্রে মারফৎ জানা গেছিল, তাঁদের অধিকাংশ দাবিই সরকার মেনেছে। তাই অনুমান করা হচ্ছিল তাঁরা কর্মবিরতি তুলে নেবেন। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করলেন, এখনই উঠছে না অবস্থান-বিক্ষোভ। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, ''সব দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বৈঠকের পর মিনিটস দেননি মুখ্যসচিব। শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। আর আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে ইমেলে পাঠাতে বলেছেন।'' তিনি এও জানান, বৃহস্পতিবারই সরকারের তরফে কিছু ডিরেক্টিভ পাঠানো হবে তাঁদের। সেটা দেখার পরই অবস্থান-বিক্ষোভ বা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা। আন্দোলন কোন পথে যাবে, সেটারও সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার সন্ধে ৭.৩৫ মিনিটে নবান্নে প্রবেশ করে জুনিয়র ডাক্তাররা। ৭.৪০ থেকে ৯.৪০ পর্যন্ত বৈঠক হয়। তারপর রাত ১২.২০ পর্যন্ত মিনিটস লেখার কাজ চলে। ডাক্তারদের মূলত ৮ দফা দাবি ছিল। রাজ্য সরকার একটি বাদে সবকটি মেনেছে বলেই খবর ছিল। কিন্তু নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্টভাবেই দাবি করেন, বৈঠক সদর্থক হলেও তাঁরা হতাশ। মৌখিক আশ্বাস ছাড়া কিছু মেলেনি। একইসঙ্গে তাঁরা এটাও বলেন, এখনই কাজে ফিরতে চান সকলে। কিন্তু কোনও না কোনওভাবে সরকারের তরফে সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। তাই তাঁরা হতাশ।
গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়েছিল। ডাক্তারদের দেবে মেনে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে কর্মবিরতি তোলার কথা থাকলেও তোলেননি ডাক্তাররা। বরং প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন , সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলি পূরণের দাবিতে বুধবার সকালে ফের নবান্নে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই দাবি মেনে বুধবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।
সবমিলিয়ে প্রায় ৫ ঘণ্টার আলোচনা শেষেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি বুধবার। নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে গেছেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে আবার তাঁরা নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন।