শেষ আপডেট: 19th October 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: শনিবার আরও কিছুটা স্বস্তি পেলেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁদের আরও এক 'সহযোদ্ধা' পুলস্ত্য আচার্য হাসপাতাল থেকে ছাড়া পেলেন। অনশন চলাকালীন শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাঁকে ভর্তি হতে হয়েছিল নীলরতন সরকারে। সকালেই তাঁর ছাড়া পাওয়ার ইঙ্গিত মিলেছিল। সেই মতো বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পুলস্ত্য।
শরীর আগের থেকে অনেকটা ভাল হলেও এখনও তিনি যথেষ্ট দুর্বল আছেন। স্বাভাবিকভাবেই পুলস্ত্য অনশনমঞ্চে ফিরতে পারবেন না। তাঁকে বিশ্রাম নিতে হবে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সংবাদমাধ্যমে পুলস্ত্য জানান, দু-তিনদিনের মধ্যেই অনশনমঞ্চে যাবেন তিনি, দরকার হলে আবার অনশনেও বসবেন! অর্থাৎ অল্প কয়েকদিনের মধ্যে তাঁকে অনশনে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তবে ৫ অক্টোবর থেকে অনশন শুরু হওয়ার পর অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে অনিকেত মাহাতোকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। শনিবার পুলস্ত্য ছাড়া পেলেন। অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্যায়ের ছাড়া পাওয়াও সময়ের অপেক্ষা। তবে কলকাতা মেডিক্যালে ভর্তি থাকা জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে আপাতত ছাড়ার কোনও ভাবনা-চিন্তা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। কারণ, তাঁর এখনও সঙ্কট কাটেনি। তনয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা।
রক্তচাপের মাত্রা কম, শরীরে জলের অভাব সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা ও শিলিগুড়ি মিলিয়ে মোট ছ’জন জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে তিন জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আরজি করের অনিকেত মাহাতো ছাড়াও উত্তরবঙ্গেও অনশনমঞ্চে অসুস্থ দুই জুনিয়র ডাক্তার অলোক বর্মা এবং সৌভিক বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে।