শেষ আপডেট: 2nd September 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৩ দিন। বিচারের দাবিতে ‘লালবাজার অভিযান’-এ নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। সঙ্গে আছেন অভিভাবকরাও। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে স্লোগান তুলছেন তাঁরা। ফিয়ার্স লেনে মিছিল আটকেছে পুলিশ। সেখানেই অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। বললেন, 'সিপি না আসা পর্যন্ত এক পাও নড়ব না'।
পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, কেবলমাত্র জুনিয়র চিকিৎসকদের ২০ জনের প্রতিনিধি দলকেই লালবাজারের ভিতরে যেতে দেওয়া হবে। তবে মানছেন না আন্দোলনকারীরা। তাঁদের দাবি, মিছিল এগোতে দিতে হবে, নয়তো সিপি না আসা পর্যন্ত অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
'আগে পুলিশ জানিয়েছিল বেন্টিঙ্ক স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত মিছিল যেতে দেওয়া হবে। কিন্তু এখন বেঁকে বসেছে পুলিশ।' অভিযোগ আন্দোলনকারীদের প্রতিনিধি কিঞ্জল নন্দীর।
ডিসি ট্রাফিক রুপেশ কুমার বলেন ‘‘ ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে এই এলাকায়। তা ছাড়া এমনিতেও অতীতে সব মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটেই আটকানো হত।’’ এই মন্তব্যে আরও ক্ষুব্ধ আন্দোলনকারীরা।