শেষ আপডেট: 14th January 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন নিয়ে মোট পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যেই। প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।
এই ঘটনা প্রথম নয়, এর আগেও রাজ্যে ঘটেছে! দ্য ওয়াল অনিকেত মাহাতোর সঙ্গে যোগাযোগ করলে তিনি এমনই দাবি করেন। অনিকেতের কথায়, ''বিগত ২-৩ বছর ধরে এমন ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। আরজি কর, কলকাতা মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যাল, বারাসতেও বিভিন্ন সময় প্রসূতিদের মৃত্যু হয়েছে। চিকিৎসক হিসেবে আমি নিজে ১০-১৫ জন এমন রোগীর চিকিৎসা করেছি।''
মেদিনীপুরের ঘটনায় চিকিৎসকদের গাফিলতি রয়েছে বলে একাংশের অভিযোগ। তবে সেই অভিযোগ মানতে রাজি নন অনিকেত। তিনি বলছেন, রোগী মৃত্যুর ঘটনা কখনই মানা যায় না। তবে চিকিৎসকদের গাফিলতি ছিল কিনা সেটা তদন্তসাপেক্ষ। কিন্তু এই ধরনের ঘটনায় ডাক্তারদের গাফিলতি থাকে না, থাকে কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার। কী কারণে, কোন ওষুধ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে সেটা না জানা গেলে এই রোগীদের বাঁচানো সম্ভব হবে না ভবিষ্যতেও।
জুনিয়র চিকিৎসকের প্রশ্ন, এর আগে যে রোগীরা মারা গেছেন তাদের ক্ষেত্রেও কি ডাক্তারদের গাফিলতি ছিল? আসলে বিষয়টি সেটা নয়। এমন কিছু ওষুধ, ড্রাগ, স্যালাইন ব্যবহার করা হচ্ছে তার জন্য দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে কেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হল সেই প্রশ্নও তুলেছেন তিনি। ডাক্তারদের দিকে আঙুল তোলার আগে স্যালাইনের বিষয়টি নিয়ে পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য অনিকেতের।
প্রসঙ্গত, যে ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছিল ওই হাসপাতালে, সেই কোম্পানিকে গত ১০ ডিসেম্বর নিষিদ্ধ বলে ঘোষণা করে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রায় এক মাস পরেও সেই কোম্পানির স্যালাইন কীভাবে সরকারি হাসপাতালে রয়ে গেল, তা নিয়েই প্রশ্ন।