শেষ আপডেট: 22nd December 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: আবারও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। রোববার বিকেলে শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে ব্যাঘাত ঘটে মেট্রো পরিষেবায়। প্রায় ২৫ মিনিট দমদম এবং সেন্ট্রালের মাঝে পরিষেবা বন্ধ ছিল।
মেট্রো রেল সূত্রে খবর, বিকেল ৪টে ১০ নাগাদ ঘটনাটি ঘটে। শোভাবাজার স্টেশনে একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। তড়িঘড়ি স্টেশন চত্ত্বর ফাঁকা করে দেওয়া হয়। থার্ড লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করায় প্রায় ২৫ মিনিট পরিষেবা ব্যাহত ছিল।
চলতি বছরের শোভাবাজার মেট্রো স্টেশন এই নিয়ে তিনবার শিরোনামে। ১৪ অক্টোবর এই স্টেশনেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছিল। তারপর নভেম্বরের ৮ তারিখ ফের আত্মহত্যার চেষ্টার ঘটনায় দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন ২ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
ট্রেন বিভ্রাটের জন্য শুধু নয়, আত্মহত্যা বা লাইনে ঝাঁপ দেওয়ার কারণে দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। যার কারণে পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেলও বসানো হয়। কিন্তু এটা কারও কাছে স্পষ্ট নয় যে, সামান্য স্টিলের গার্ডরেল বসিয়ে কীভাবে আত্মহত্যা আটকানো যাবে। বরং অনেকেই মনে করছেন এতে আরও দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে।