শেষ আপডেট: 6th January 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই মেট্রো (Kolkata Metro) লাইনে ঝাঁপ। চাঁদনি চক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা যাত্রীর। যার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা (Metro )।
সোমবার বেলা ১২টা নাগাদ দক্ষিণেশ্বরগামী আপ লাইনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক এবং ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে।
গত বছর অক্টোবরে চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। যার কারণে স্টেশনে ঢোকার মুহূর্তেই আটকে পড়ে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন। সেটির বেশিরভাগ অংশই টানেলের ভিতর আটকে যায়। পরে লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে মহিলাকে উদ্ধার করে রেল পুলিশ। বছর ঘুরতেই আবারও ওই একই স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি।
ট্রেন বিভ্রাটের জন্য শুধু নয়, আত্মহত্যা বা লাইনে ঝাঁপ দেওয়ার কারণে দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। যার কারণে পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেলও বসানো হয়। কিন্তু এটা কারও কাছে স্পষ্ট নয় যে, সামান্য স্টিলের গার্ডরেল বসিয়ে কীভাবে আত্মহত্যা আটকানো যাবে। বরং অনেকেই মনে করছেন এতে আরও দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে।
গত বছর শুধু মাত্র শোভাবাজার মেট্রো স্টেশনেই তিন তিনবার শিরোনামে আসে। ১৪ অক্টোবর এই স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছিল। তারপর নভেম্বরের ৮ তারিখ ফের আত্মহত্যার চেষ্টার ঘটনায় দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন ২ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ২২ ডিসেম্বর আবারও একজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন।