শেষ আপডেট: 10th February 2025 22:08
দ্য ওয়াল ব্যুরো: ফের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যাত্রী। ঘটনার জেরে রাত ৮টা থেকে টানা প্রায় এক ঘণ্টা ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরে পরিষেবা স্বাভাবিক করা হয়।
জানা যাচ্ছে, এদিন ৮টার কিছু আগে ঘটনাটি ঘটে এসপ্ল্যানেড স্টেশনে। আচমকা এক তরুণ মেট্রোর সামনে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধারে ইতিমধ্যে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ফের সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। অনেক যাত্রীকেই মেট্রো থেকে বেরিয়ে বাসে করে গন্তব্যে ফিরতে দেখা যায়। তবে ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল।
তবে চেষ্টা করেও ওই তরুণকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণের পকেটে থাকা আই কার্ড থেকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত তরুণের নাম কার্তিক দাস (২৯)।
বস্তুত, মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। বছরের শুরুতেই কবি নজরুল স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। বার বার এই ধরনের ঘটনা ঘটায় মেট্রো কর্তৃপক্ষর ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। তাঁদের কথায়, মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা যেন প্রতিমাসের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব জেনেও কেন প্রতিরোধের ব্যবস্থা করছে না মেট্রো কর্তৃপক্ষ।
তবে পাল্টা হিসেবে মেট্রো কর্তৃপক্ষর বক্তব্য, যাত্রী পরিষেবা উন্নত করতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কালীঘাট স্টেশনের একাংশে গার্ডরেলও বসানো হয়েছে। বাকি জায়গাতেও সময়ের সঙ্গে সঙ্গে তা করা হবে। মেট্রো কর্তৃপক্ষর মতে, এ ব্যাপারে যাত্রীদেরও আরও সচেতন হতে হবে। সবটা নিয়ম করে বন্ধ করা সম্ভব নয়।