Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্রটি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ, গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান ম্যাচ
Jobless Teachers - Suvendu Adhikari

SSC: প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ করিয়ে দিন! শুভেন্দুকে আর্জি চাকরিহারাদের

'যোগ্য' চাকরিহারারা জাতীয় পর্যায়ে তাঁদের আন্দোলনকে তুলে আনতে চান। এর আগে তাঁরা দিল্লি গিয়েও বিক্ষোভ দেখিয়েছিলেন।

SSC: প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ করিয়ে দিন! শুভেন্দুকে আর্জি চাকরিহারাদের

চাকরিহারাদের মঞ্চে শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 16 May 2025 21:52

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case) যাদের চাকরি হারিয়েছে তাঁদের একাংশ এই মুহূর্তে অবস্থান করছেন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। 'যোগ্য' চাকরিহারাদের (Jobless Teachers) ওপর বৃহস্পতিবার রাতে পুলিশি লাঠিচার্জ হওয়ায় শুক্রবার 'ধিক্কার দিবস' পালন করছেন তাঁরা। আর এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে আসার আহ্বান জানান হয়েছিল। এদিন তাঁদের 'ধিক্কার মঞ্চে' গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই মঞ্চ থেকেই তাঁর কাছে বিশেষ আবেদন করেন চাকরিহারারা।

'যোগ্য' চাকরিহারারা জাতীয় পর্যায়ে তাঁদের আন্দোলনকে তুলে আনতে চান। এর আগে তাঁরা দিল্লি গিয়েও বিক্ষোভ দেখিয়েছিলেন। এবার আরও বড় কিছু করার ভাবনা রয়েছে তাঁদের। এই পরিপ্রেক্ষিতেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তাঁরা। আর এই সাক্ষাতের সুযোগ করিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। চাকরিহারাদের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি। তাই তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে সমস্যার দ্রুত সমাধান হতে পারে। আর প্রধানমন্ত্রী তো নিজেই বলে গেছিলেন যে যোগ্যদের চাকরি যেতে পারে না। তাই তাঁরা এঁদের সঙ্গে সাক্ষাৎ চাইছেন।

চাকরিহারাদের এই আর্জি কি মানা সম্ভব? সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিষয়টি খুবই সংবেদনশীল। আর এই ধরনের সাক্ষাৎ করতে গেলে নানা প্রোটোকল মানতে হয়। বিরোধী দলনেতার কথায়, ''এইভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই নিয়ে কথা বলা ঠিক নয়। আমি ওনাদের অনুরোধ করব আমার সঙ্গে বসুন। আলোচনা করুন। আমি যতটা পারি করব। সবকিছু তো আমার হাতে নেই।'' যদিও অন্যভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বলেছেন, লোকবল থেকে শুরু করে মানসিকভাবে পাশে দাঁড়ানো, পুলিশ যাতে আর তাঁদের মারতে না পারে, সেই ব্যবস্থা করবেন তাঁরা। তবে শুভেন্দুর স্পষ্ট কথা, যে কাজ তাঁর দ্বারা হবে না, তা স্পষ্ট বলে দেবেন।

এদিন চাকরিহারাদের 'ধিক্কার মঞ্চ' থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এও বলেছেন, ''যে দুর্নীতি হয়েছে, যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে দল, মতামত নির্বিশেষে সকলে প্রতিবাদ করা উচিত। মতপার্থক্য থাকতেই পারে, রাজনৈতিক বিরোধও থাকতে পারে। কিন্তু এই অন্যায়কে সমর্থন করা যায় না। তাই সকলের উচিত ভোট দাও, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও এসব না বলে বিনা শর্তে প্রতিবাদী শিক্ষকদের পাশে দাঁড়ানো।'' চাকরিহারাদের উদ্দেশে বলেন, ''আপনাদের শুধু কাজ সহ্য করা আর ধৈর্য রাখা। বাকি আমরা আপনাদের সঙ্গে আছি।'' 


ভিডিও স্টোরি