শেষ আপডেট: 9th April 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: দেখা হয়নি মঙ্গলবার, বুধের সকালে ফের এসএসসি ভবনের উদ্দেশে হাঁটা লাগালেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারিরা। আজও সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থাকবেন বলে জানাচ্ছেন তাঁরা। আপাতত তিনিই এই চাকরিহারা মানুষজনের পথপ্রদর্শক!
মঙ্গলবার দুপুর নাগাদ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এবং নিজেদের দাবি দাওয়া জানাতে রওনা হয়েছিল চাকরিহারারা। তাঁদের দাবি, যে ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ২০১৬ সালে, তার মিরর ইমেজ হার্ড ডিস্কে রয়েছে। সেই তথ্য প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। শুধুমাত্র তা হলেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা সম্ভব। কিন্তু গতকাল চেয়ারম্যানের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি।
আজ তাই ফের চেয়ায়ম্যানের সঙ্গে দেখা করতে এসএসসি ভবনের উদ্দেশে যাচ্ছেন তাঁরা। সঙ্গে সেই অভিজিৎ গাঙ্গুলি। এনিয়ে এক চাকরিহারা বলেন, 'সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানে আমাদের চাকরি নেই। রিভিউ পিটিশন দাখিল করার জন্য ৩০ দিন হাতে রয়েছে। তার মধ্যে আমরা তথ্য জোগার করে সে কাজ করতে চাই।'
আর আজও যদি দেখা না হয়! চাকরিাহারা এক শিক্ষকের হুঁশিয়ারি, ধরনায় বসবেন এসএসসি ভবনের সামনে। শুরু করতে পারেন অনশনও।
এনিয়ে সোনা সাহা নামের এক শিক্ষিকা বলেন, 'আমাদের চাকরিটা আর নেই। এটা বাস্তব। উপযুক্ত প্রমাণ সহ যেতে হবে, তাই প্রমাণ চাই। অভিজিৎ বাবুর ওপর তো ভরসা রাখছি। উনি বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের সঙ্গে কো-অপারেট করেছেন। ভরসা তো রাখবই। এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা হওয়া দরকার। দেখা না হলে ধরনায় বসতেই হবে।'
তিনি অভিজিৎ বাবুকে পথপ্রদর্শক বলে সম্মান জানান। শেষে উল্লেখ করেন, উনি (অভিজিৎ গাঙ্গুলি) যেভাবে বলবেন, আমরা এগোব।