শেষ আপডেট: 3rd November 2024 02:25
দ্য ওয়াল ব্যুরো: বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ঘাতক মাটি কাটার গাড়ির (জেসিবি) মালিক ও অভিযুক্ত চালককে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছিল। দিনভর জেরার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত চালক শম্ভু রাম ও গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের দক্ষিণ শহরতলির ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত।
বিদিশা এদিন জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত চালক ও ঘাতক গাড়ির মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে। তিনি জানান, ঘাতক গাড়ির চাললকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন মালিক।
ঘটনার কথা পুলিশ জানতে পেরেই বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে দমদম এবং চিৎপুর সীমানা থেকে দুজনকে আটক করা হয়। পরে দিনভর দু’জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ।
মহালয়ার ভোরে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। এলাকায় রাস্তা সারাইয়ের জন্য আনা মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) একটি গাছের সঙ্গে পিষে দেয় তাকে। ঘটনার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে।
জেসিবির অভিযুক্ত চালক ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। প্রশ্ন উঠেছিল গাড়ির মালিকের ভূমিকা নিয়েও। এরপর বৃহস্পতিবার দুজনকেই গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।