শেষ আপডেট: 7th November 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন অন্তরালেই ছিলেন কবি। সাহিত্য বাসরে তাঁর উপস্থিতি তো দূর অস্ত, তাঁর সৃষ্টিরও নাগাল পাওয়া যায়নি। সেই মানুষটিকেই আবার মঞ্চে ফিরিয়ে আনার প্রয়াস শহরে।
আগামী ১০ নভেম্বর কবি জয় গোস্বামীর ৭০তম জন্মদিন। তারই আগের সন্ধ্যা অর্থাৎ ৯ নভেম্বর শনিবার বিকেলে মধুসূদন মঞ্চে শোভনসুন্দর অ্যাকাডেমি অফ পারফর্মিং পোয়েট্রির ৪০ জন শিল্পী উপস্থাপন করবেন জয় গোস্বামীর কবিতার কোলাজ। অনুষ্ঠানের নাম বিকেলবেলার কবিতা, ঘাসফুলের কবি ও অবসরের গান।
বাচিক শিল্পী শোভনসুন্দর বসুর কথায়, "তিনিতো জীবিত শ্রেষ্ঠ কবি, তাঁকে এই সম্মানটা দিতে পেরে আমরা ধন্য।" এই মঞ্চে নিজের লেখা থেকে পাঠ করবেন জয় গোস্বামীও। যা তাঁর ভক্তদের কাছে বহুদিন পর কবির সৃষ্টিকে আক্ষরিক অর্থেই ছুঁয়ে দেখার সুযোগ। একটা প্রজন্মের যাপনের সঙ্গে যে জড়িয়ে ছিলেন কবি।
শোভনসুন্দর জানালেন, একজন বাচিক শিল্পী হিসেবে কবির সঙ্গে সংযোগ থাকাটাই স্বাভাবিক। কিন্তু জয়ের সঙ্গে সম্পর্কের অন্যরকম একটা উষ্ণতা রয়েছে। কারণ বাবা শিবসুন্দর বসুর সূত্রে অনেক ছেলেবেলা থেকেই জয়ের সংস্পর্শে এসেছেন তিনি।
তাঁর কথায়, "আমাদের মেদিনীপুরের বাড়িতে এসে থাকতেন কবি। 'মেঘবালিকার জন্য রূপকথা'র মতো অনেক সাড়া জাগানো কবিতার জন্মের সাক্ষী ছিলাম আমি। ছোট ছিলাম, কিন্তু কবিতার প্রতি বোধে কমতি ছিল না। ওটাতো জন্মসূত্রেই পাওয়া। তাই জয় গোস্বামীর পরের পর কবিতা পড়ে-শুনে বড় হয়েছি। এটা মনে করি জীবিত কবিদের মধ্যে উনিই শ্রেষ্ঠ। তাই কবির ৭০ বছরের জন্মদিনটাকে অন্যরকমভাবে পালনের উদ্যোগ নিই। আমার অনুরোধ ফেলতে পারেননি কবিও। রাজি হয়েছেন দীর্ঘদিন পরে মঞ্চে এসে নিজের কবিতা থেকে পাঠ করার।"
শোভনসুন্দর অ্যাকাডেমি অফ পারফর্মিং পোয়েট্রির এই উদ্যোগে জয় গোস্বামীকে নতুন করে পাওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে। তবে এই মঞ্চে আসার পর কবিতার জগতে নিজের সৃষ্টি নিয়ে জয় কি আবার ফিরে আসবেন, তার উত্তর অবশ্য শোভনসুন্দরের জানা নেই। তিনি জানান, এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ও জয়'এর কবিতার গান করবেন শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী,মনোজমুরলী নায়ার প্রমূখ শিল্পীরা। জয়ের কবিতা পড়বেন অর্ণা শীল ও চৈতালী লাহিড়ী। সবাই এই অনুষ্ঠান শুনতে আসুন, চাইছেন শোভনসুন্দর।