শেষ আপডেট: 28th March 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের (Bhaskar Gupta) মেয়াদ শেষের আগেই তাঁকে অব্যাহতি দিল রাজভবন (Raj Bhavan)। চিঠি দিয়ে উল্লেখ করে হয়েছে এই মুহূর্ত থেকে তিনি আর যাদবপুরের দায়িত্বে থাকছেন না।
ভাস্কর গুপ্তের 'প্রফেসরশিপ'-এর মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ মার্চ। তার আগেই ভাস্কর গুপ্তকে অব্যাহতি দেওয়া হল। ক'দিন আগেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ চেয়ে চিঠি পাঠানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন 'জুটা' সেই চিঠিতে উল্লেখ করে যে, স্থায়ী উপাচার্য নিয়োগ না করা হলে বিশ্ববিদ্যালয়ে আইনি অচলাবস্থা তৈরি হতে পারে।
গত বছর এপ্রিল মাসে রাজভবন থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেন সিভি আনন্দ বোস। তাঁর নিয়োগের সময় একজন অধ্যাপক হিসাবেই উপাচার্যপদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যপাল ইতিপূর্বেই রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। বাকি আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও থমকে রয়েছে। যার মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।
এখন দেখার, এই কয়েক দিনে সরকার এবং রাজভবন বিশ্ববিদ্যালয় নিয়ে কী সিদ্ধান্ত নেয়। কাকেই বা স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। সে দিকেই তাকিয়ে শিক্ষকমহল।