শেষ আপডেট: 16th March 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভারপ্রাপ্ত উপাচার্য (Vice Chancellor) ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)। ডিসচার্জ পেলেও তাঁকে প্রায় ১৫দিন বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক। তবে খবর এই যে, সোমবার সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন ভাস্কর।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Brtaya Basu) গাড়িতে হামলার ঘটনা ঘটে। আহত হন কয়েকজন পড়ুয়া। তারপরই বিক্ষোভ, প্রতিবাদে নামেন ছাত্ররা। উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চাপ দেন পড়ুয়ারা। তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
অবস্থা স্থিতিশীল হওয়ার পর, মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য ভাস্করের ফিজিওথেরাপি শুরু করা হয়। পরে পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসক তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে স্পষ্ট করে প্রেসক্রিপশনে লিখে দেন অন্তত ১৫ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।
যদিও এখন যেহেতু আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছেন ভাস্কর, তাই তিনি সোমবার সকালেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘণ্টাখানেক থাকবেনও সেখানে। তবে চিকিৎসক জানিয়ে রেখেছেন, তিনি যেন কাজের অতিরিক্ত চাপ এখনই না নেন।
বস্তুত, ক্যাম্পাসের অচলাবস্থা কাটাতে ক'দিন আগেই ছাত্রছাত্রীদের অনুরোধ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। হাসপাতাল থেকে ইমেল করে সকলের উদ্দেশে বার্তাও পাঠান তিনি। অনুরোধ করেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য। শিক্ষাঙ্গনে সুষ্ঠু গণতন্ত্র বজায় রাখার আর্জিও জানিয়েছিলেন তিনি।