শেষ আপডেট: 9th March 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে ছাড়া (Discharged) পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)। রক্তচাপজনিত অসুস্থতার জন্য তাঁকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ক'দিন আগে। অবস্থা স্থিতিশীল থাকায় শনিবার তাঁর বয়ান রেকর্ড করেছিল পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাস্করের রক্তচাপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য ফিজিওথেরাপিও শুরু হয় তাঁর। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, ‘‘ওঁর অবস্থা এখন তুলনামূলক ভাল। রক্তচাপের যে হেরফের হচ্ছিল সেটা এখন আপাতত আর নেই। তাই ছেড়ে দেওয়া হল।"
এখন প্রশ্ন হচ্ছে তিনি কবে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন! সেই ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তাঁর চিকিৎসক। বলেছেন, উনি সুস্থ ঠিকই, তবে আরও খানিকটা সময় লাগবে। অন্তত দিন ১৫ বিশ্রামের প্রয়োজন রয়েছে তাঁর।"
বুধবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ভাস্কর গুপ্তকে। মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন যাদবপুরের পড়ুয়ারা।
বুধবার বিকেল ৪টে পর্যন্ত উপাচার্যকে সময় দিয়েছিলেন তাঁরা। ডেডলাইনের মধ্যে তাঁকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতেও বলা হয়েছিল। নয়তো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। তার মাঝেই হাসপাতালে ভর্তি করতে হয় ভাস্করকে।