অধ্যাপক মৈনাক পাল
শেষ আপডেট: 10th November 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যজনক মৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে আর ফেরা হল না। হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের গলা ও হাতের শিরা কাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।
দুই বন্ধুর সঙ্গে আলমোড়া বেড়াতে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৈনাক পাল। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময়ই হোটেলে মৃত্যু হয় তাঁর।
উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন অনেক খবর আসে। খাদে বাস পড়ে যাওয়া, ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনা এমন অনেক কারণ থাকে। কিন্তু এই অধ্যাপকের ক্ষেত্রে ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের সবথেকে বড় প্রশ্ন, অধ্যাপকের দেহ রক্তাক্ত ছিল কেন? উত্তর জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণের মৃত্যু হয়েছে, তা রিপোর্ট এলেই জানতে পারা যাবে। অধ্যাপকের মৃত্যুতে এই মুহূর্তে শোকের ছায়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুমন নেহার রহস্যমৃত্যুতে হইচই পড়ে যায়। মুর্শিদাবাদের লালগোলা থেকে ট্রেন ধরে কলকাতা ফেরার কথা ছিল। তার আগে দুপুরবেলা নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ মেলে সুমনের।