শেষ আপডেট: 10th March 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সেই সভায় যোগ দিতে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে এক কলেজ পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় জখম হন আরও এক পড়ুয়া। পাল্টা হিসেবে বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ এনেছে তৃণমূল। এত ঘটনার রেশ এখনও পর্যন্ত কাটেনি। তার মধ্যেই ফের বিতর্ক মাথাচাড়া দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সংবাদ শিরোনামে এবার একাধিক দেওয়াল লিখন (Graffiti)।
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে স্লোগান-পোস্টার দেওয়া, দেওয়াল লিখন অস্বাভাবিক কোনও ঘটনা নয়। কিন্তু এখন বিতর্ক বেড়েছে কাশ্মীর এবং প্যালেস্টাইন ইস্যুতে দেওয়াল লিখন হওয়ায়। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছের একটি বিল্ডিংয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর,’ ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা হয়েছে। তার সঙ্গে রয়েছে অন্যান্য দেওয়াল লিখনও। তাতেই বেড়েছে বিতর্ক। যদিও অনেকেই বলছেন, এগুলি পুরনো। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে নতুন করে সামনে এসেছে।
বিতর্কিত এইসব দেওয়াল লিখন নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। তৃণমূলপন্থী ছাত্ররা বলছেন, এগুলি কয়েকদিন আগেই লেখা হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের তরফেই তা করা হয়েছে। এদিকে, এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও নিশানা করেছেন তাঁরা। বক্তব্য, অনেকবারই এই নিয়ে অভিযোগ করা হয়েছে কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁদের অভিযোগ, যারা এই ধরনের পোস্টার, দেওয়াল লেখে, তারাই শিক্ষামন্ত্রীকে হেনস্থা করেছে।
বামছাত্র সংগঠনের তরফে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী কিছুই তাঁরা সমর্থন করেন না। তবে প্যালেস্টাইন নিয়ে যা বলা হয়েছে তাতে তাঁরা অনড়। পাশাপাশি মনে করেন, দেশের মধ্যে সংখ্যালঘুদের ওপর ভীষণরকম অত্যাচার হচ্ছে। তার বিরোধিতা করছেন তাঁরা। দেওয়াল লিখনগুলি পুরনো হোক বা নতুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির আগুনে যেন ঘি দিয়েছে।