শেষ আপডেট: 16th August 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে ফেসবুকে পোস্টে একথা জানিয়েছে কলকাতা পুলিশ। সোশ্যাল মাধ্যমের দৌলতে অভিযুক্তদের মধ্যে ৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানানো হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
এদিকে ধৃতদের মধ্যে কয়েকজন নিরীহ মানুষ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ব্যাপারে আদালতে সওয়ালও করেন অভিযুক্তদের আইনজীবী।
পুলিশ সূত্রের খবর, হামলার ঘটনায় বৃহস্পতিবার ১২জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের আদালতে তোলা হলে ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের তরফে আইনজীবী অমর্ত্য দে আদালতে অভিযোগ করেন, "বুধবার মধ্যরাতের ঘটনার সময় রাস্তায় ছিলেন বহু সাধারণ মানুষও। হামলাকারী সন্দেহে সেই নিরীহ মানুষকেই গ্রেফতার করেছে পুলিশ।"
ধৃতদের মধ্যে রয়েছে শ্যামবাজারের অভিজিৎ সাউ (২৭)। আদালতে অমর্ত্যবাবু অভিযোগ করেন, পেশায় ডাবিং আর্টিস্ট অভিজিৎ শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে দাঁড়িয়ে প্রতিবাদের ভিডিও মোবাইল বন্দি করছিল, তখনই হামলাকারী সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করে।
পেশায় আইনজীবী শান্তনু ঘোষের জেঠু তরুণ ঘোষের অভিযোগ, "ভাইপো দোকান থেকে খাবার কিনে ফিরছিল। কোনও কথা না শুনে পুলিশ তাঁকে গ্রেফতার করে ভ্যানে তুলে নিয়ে চলে যায়।" একই অভিযোগ করেছেন মুক্তারাম স্ট্রিটের বাসিন্দা ধৃত পল ঘোষের পরিজনেরা।
পুলিশের অবশ্য দাবি, সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। হামলার পর বৃহস্পতিবার সো্শ্যাল মাধ্যমে বেশ কিছু ছবি দিয়ে অভিযুক্তদের সন্ধানে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল পুলিশ। শুক্রবারও আরও কিছু ছবি পোস্ট করে পুলিশের তরফে সন্ধানের আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছে, 'পরশু রাতে আর.জি. কর হাসপাতালে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছি আমরা, যাদের মধ্যে পাঁচজনকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন আপনারা। বাকি হামলাকারীদের খোঁজও আমরা খুব দ্রুতই পাব বলে আমাদের বিশ্বাস। আরও একবার অনুরোধ, গতকালের পোস্ট থেকে আর কাউকে শনাক্ত করতে পারলে অনুগ্রহ করে জানান। পাশে থাকার জন্য, ভরসা রাখার জন্য ধন্যবাদ।'