ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে ছিলেন কারণ সেনাবাহিনী সজাগ ছিল।
পোস্ট করা হচ্ছে চিঠি - নিজস্ব ছবি
শেষ আপডেট: 13 May 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির (India Pakistan Conflict) মধ্যেও দেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে ছিলেন কারণ সেনাবাহিনী (Indian Army) সজাগ ছিল। এই বার্তা দিয়েই ভারতীয় সেনাকে ধন্যবাদ জানানোর অভিনব পন্থা নিল কলকাতার একটি সংস্থা (Kolkata Organization)। 'পাশে আছি' এই বার্তা দিয়ে সেনাকে চিঠি পাঠাচ্ছে তাঁরা।
কলকাতার একটি সংস্থা ‘প্রয়োজন’, তাদের সমস্ত সদস্যকে দিয়ে চিঠি পাঠাচ্ছে সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে। 'পাশে আছি, ধন্যবাদ'। এই বার্তা দিয়ে প্রায় হাজার চিঠি যাচ্ছে সীমান্তের পোস্ট অফিসে। সংস্থার সদস্যদের কথায়, গোটা দেশ এখন এককাট্টা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে। তাঁদের বাড়তি আত্মবিশ্বাস জোগাতেই ছোট্ট চেষ্টা করা হচ্ছে তাঁদের তরফে।
এই সংস্থার এক সদস্যের কথায়, জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জনকে হত্যা করেছিল পাক জঙ্গিরা। তার বদলা নিয়ে ভারতীয় সেনা যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটি গুঁড়িয়েছে তা দেখে সকলে গর্বিত। আগামী দিনে সেনার যা করবে তার পাশে সবাই থাকবে। সেই প্রেক্ষিতেই তাঁদের তরফে চিঠি লিখে বার্তা দেওয়ার সামান্য চেষ্টা করা হচ্ছে।
সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্য নিয়ে বার্তা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার পাঞ্জাবের এয়ারবেস থেকেও ভারতীয় সেনাকে প্রশংসায় ভরিয়ে দেন মোদী। একইসঙ্গে, কড়া বার্তা দেন পাকিস্তানকেও। বলেন, ভারত যে ফের এয়ারস্ট্রাইক করবে তা ভাবতে পারেনি পাকিস্তান। তাই তারা ভয় পেয়েছে। তবে আগামী দিনে এমন হামলা হলে আবার প্রত্যাঘাত হবে। জঙ্গিদের আর কোনও সুযোগ দেওয়া হবে না। পাক সরকারকে নিশানা করে মোদী এও বলেন, ওরা সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করে। আগামী দিনে এই সুযোগও পাবে না।
জাতির উদ্দেশে ভাষণ দিয়ে মোদী স্পষ্ট বলেছিলেন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না। তাই পাকিস্তানকে বুঝতে হবে তারা কী চায়। জঙ্গিদের সমর্থন করলে ভবিষ্যতে আবারও কড়া জবাব পাবে পাকিস্তান। এদিন জওয়ানদের সঙ্গে সাক্ষাতের পর নিজের বক্তব্যে সেটাই ফের পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী।